Thursday , 1 January 2026

চলনবিল তাড়াশ উপজেলার প্রান্তিক কৃষকদের ধান জোয়ারের পানিতে প্লাবিত

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার প্রান্তিক কৃষক দের সারা বছর খাবার ও সংসারের খরচ উঠতো যে বোরো ধানে, সেই পাকা ধান এখন চলন বিলের পানির নিচে। ঈদের আনন্দ, নিমিষেই হারিয়ে গিয়েছে এখানকার কৃষক দের মাঝে ।

 

এমতাবস্থায় দিশেহারা কৃষক পরিবার গুলো সরকারের কাছে প্রণোদনা ও সহযোগিতা প্রত্যাশা করেছেন। প্রবাদ বাক্য লোকো মুখে শোনা যায়, বিল দেখো তো চলন,,গ্রাম দেখো তো কলম,,শিব দেখো তো তালম।

প্রতিবছর আষাঢ় মাসে নয়া পানির জোয়ার আসে এই চলনবিল এলাকায়। কিন্তু এবার হঠাৎ করেই জোয়ারের পানি এসে এই জনপদের কৃষকদের স্বপ্ন স্বাধ, আশা ভরসা শেষ করে দিয়েছে। এমতাবস্থায় দিশেহারা কৃষক পরিবার গুলো সরকারের কাছে প্রণোদনা ও সহযোগিতা প্রত্যাশা করেছেন। প্রবাদ বাক্য লোকো মুখে শোনা যায়, বিল দেখো তো চলন,,গ্রাম দেখো তো কলম,,শিব দেখো তো তালম।

এই বিল মানুষকে যেমন স্বপ্ন দেখায়, তেমনি আবার মানুষের স্বপ্ন ভাঙ্গে । ভাঙ্গা গড়ার এই বিলের নাম চলন বিল। শীত মৌসুমে সরিষার ফুলে ফুলে হলুদ রঙের দোল খায় এই চলন বিলে আবার বর্ষা মৌসুমী দেশীয় মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন এখানকার কৃষক জনতা সকল শ্রেণী পেশার মানুষ। তাদের এই অপূরণীয় ক্ষতি প্রাকৃতিক দুর্যোগ, এমনটাই অভিব্যক্তি ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন নাগরিক বৃন্দ।

Check Also

সিরাজগঞ্জের কাজিপুরে অবৈধভাবে মজুদ সার জব্দ করে জরিমানা

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের কাজিপুর গোডাউনে অবৈধভাবে মজুদ রাখার দায়ে সার …