॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
বু ধবার ০৭ মে২০২৫ সিরাজগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়াম সম্মেলন কক্ষে ৭০ জন প্রান্তিক কৃষক / কৃষাণীদের নিয়ে উদ্বুদ্ধ করণ: সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উদ্ভাবিত নতুন প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি, কৃষি-পন্য মূল্য শৃঙ্খল তৈরী ইত্যাদি গ্রহণ করানোর কার্যকর ব্যবস্থা করা।
সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ খ্রিঃ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” (পার্টনার) প্রকল্পের আওতায় “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়।
বুধবার (৭ মে) সকাল হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সিরাজগঞ্জ সদর উপজেলার সুযোগ্য কৃষি অফিসার কৃষিবিদ মো: আনোয়ার সাদাত এর সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া অঞ্চল, বগুড়ার সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ মশকর আলী, সাবেক উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আরশেদ আলী, সাবেক অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সদর ইউপি চেয়ারম্যান,আমন্ত্রিত কৃষক/ কৃষাণী গণ উপস্থিত ছিলেন। এ সময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্তা, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সাইদী রহমান, কৃষিবিদ মারুফা আক্তার প্রমুখ। উক্ত পার্টনার কংগ্রেসের উদ্দেশ্য পিএফসএস-এ প্রশিক্ষিত কৃষকদের প্যাকেজ প্রযুক্তিগুলোর জ্ঞান, দৃষ্টিভঙ্গী ও ধারণা প্রকল্প এলাকার অন্যান্য নন-পিএফএস কৃষক-কৃষাণীদের মধ্যে ছড়িয়ে দেয়া।
উদ্ভাবিত নতুন প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি, কৃষি-পন্য মূল্য শৃঙ্খল তৈরী ইত্যাদি গ্রহণ করানোর কার্যকর ব্যবস্থা করা। সকল পিএফএসকে র্ফামার সার্ভিস সেন্টারে পরিণত করার যাবতীয় সাংগঠনিক দক্ষতা প্রদান করা। পার্টনার প্রযুক্তি ও কলাকৌশলসমূহের টেকসহিতা প্রদান করা। দিন ব্যাপী এই অনুষ্ঠান উৎসবমূখর পরিবেশের মাধ্যমে সমাপ্ত করা হয়।