Thursday , 3 April 2025

হাতিয়া তমরদ্দি ঘাট, নলচিরা নৌঘাটে চলছে যাত্রী হয়রানি

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি  ॥

রিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিজ এলাকা হাতিয়ায় আসতেছে স্বজনরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট ছোট নৌযান, স্পিডবোট ও আধুনিক সুবিধাসংবলিত জাহাজে নদী পার হয়ে নিজ গ্রামে আসছেন তারা। ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়ে এমন চিত্র গেল হাতিয়ার নলচিরা ঘাট ও তমরদ্দি ঘাটে।

 

 

এই ঘাটগুলোতে নদী পারাপারে ভাড়াসহ বিভিন্ন দুর্ভোগ পোহাতে হতো সাধারণ যাত্রীদের। ৫ আগস্টের পর সে দুর্ভোগ অনেকটা লাগব হলে ও এখন আবার সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। ঈদ মুখো যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে ঘাটে কতিপয় ব্যক্তির সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারণে । বাড়ি ফেরত এসব সাধারণ যাত্রীরা অতিষ্ঠ হয়ে উঠেছে ।

নোয়াখালীর বিচ্ছিন দ্বীপ উপজেলা হাতিয়া যাতায়াতের একমাত্র মাধ্যম নদী পথ। যাতায়াতের জন্য এ দ্বীপে কয়েকটি ঘাট রয়েছে। তন্মধ্যে মধ্যে অন্যতম নলচিরা ও তমরদ্দি ঘাট। এ ঘাট দিয়ে সবসময় হাজার হাজার যাত্রী যাতায়াত করছে। রাত পোহালে ঈদ, । ফলে হাতিয়ার বাহিরের যাত্রী বেড়েছে কয়েক গুণ।

এই ঘাটগুলোতে নদী পারাপারে ভাড়াসহ বিভিন্ন দুর্ভোগ পোহাতে হতো সাধারণ যাত্রীদের। ৫ আগস্টের পর সে দুর্ভোগ অনেকটা লাগব হলে ও এখন আবার সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। ঈদ মুখো যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে ঘাটে কতিপয় ব্যক্তির সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারণে । বাড়ি ফেরত এসব সাধারণ যাত্রীরা অতিষ্ঠ হয়ে উঠেছে ।

যাত্রী ও ব্যবসায়ীদের মালামাল উঠা নামা অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।, এমন ঘটনার অভিযোগ শুনে ঘাট পরিদর্শন করেন হাতিয়া বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারিমুল হাই নাঈম হুঁশিয়ার করে বলেন, ঈদের আগে ও পরে কেউ যদি বিএনপি’র নাম ভাঙ্গিয়ে যাত্রী হয়রানি ও মালামাল উঠানো নামানো নিয়ে চাঁদাবাজি করেন কাউকে ছাড় দেওয়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক ইলিয়াস হোসেন ইসমাইল, পৌরসভা যুবদলের আহবায়ক মৌমিন উল্যা রাসেল, উপজেলা স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব তালুকদার সুমন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আকরাম হোসেন,ও ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতা কর্মীরা।

দৈনিক সকালের সময় প্রতিনিধিকে রাজীব উদ্দিন নামক এক প্রবাসী যাত্রী অভিযোগ করে বলেন, তিনি তার মালামাল উঠা নামানোর সময় হয়রানি শিকার হয়েছেন। ঘটনাস্থলে যুবদলের নেতাকর্মীরা ইজারাদারের প্রতিনিধিকে ডেকে সরকারি নির্ধারিত ভাড়ার বাইরে কেউ যাতে কোন অনিয়ম না করে এজন্য সতর্ক করেছেন এবং দলীয় কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। পরে তাঁরা ঘাটে কোন লেবার বা অন্য কোন ব্যক্তি অনিয়ম করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য নৌপুলিশ কর্মকর্তা একেএম আজিজুর রহমানের প্রতি ও আহ্বান জানান।

নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম আজিজুর রহমান বলেন, হাতিয়ার নলচিরা ঘাটে যাত্রীদের উপস্থিতি সবসময় বেশি থাকে। ঈদ উপলক্ষে এই ঘাট হয়ে যাত্রীদের আসা-যাওয়া বেড়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের একটি টিম কাজ করছে।

Check Also

সাতক্ষীরার পরিবহন কাউন্টারে মোবাইল কোর্টের অভিযান: টিকিট কালোবাজারি রোধে কঠোর ব্যবস্থা

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥ সা তক্ষীরায় পবিত্র ঈদুল ফিতরের পরবর্তী যাত্রা নির্বিঘ্নে …