॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥
সা তক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে অবস্থিত শহীদ আসিফ চত্বরে * শনিবার (১২ এপ্রিল) দুপুরে “March for Philisthan”* শিরোনামে একটি শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ফিলিস্তিনে চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে স্থানীয় সাধারণ জনতা, তরুণ সমাজ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এই আয়োজনে অংশ নেন।
সাতক্ষীরার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজকরা সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও মানবতার পক্ষে এমন ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
মিছিলের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মূল উদ্দেশ্য ফিলিস্তিনি জনগণের ওপর নির্যাতন ও রাষ্ট্রীয় হামলার বিরুদ্ধে বিশ্ব বিবেককে সচেতন করা এবং তাদের ন্যায্য অধিকার ও স্বাধীনতার প্রতি সংহতি প্রকাশ করা। সমাবেশে বক্তারা ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধ ও ফিলিস্তিনিদের ভূমি থেকে উচ্ছেদের নীতির তীব্র নিন্দা জানান।
এছাড়াও, বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনিদের পক্ষে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান এবং বাংলাদেশসহ বিশ্বের সকল শান্তিকামী মানুষের সমর্থন কামনা করেন। সাতক্ষীরার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজকরা সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও মানবতার পক্ষে এমন ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। এই আন্দোলনে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনিদের দুঃখ-দুর্দশার প্রতি একাত্মতা জানিয়ে শ্বেতপত্র ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।