Saturday , 3 January 2026

বড়পুকুরিয়া খনি এলাকার মানুষের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

দি নাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার পাতরাপাড়া বৈদনাদপুর এলাবাসীর উদ্যোগে বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মোরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও তাঁর ছেলে মোরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়াসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান তাঁরা।

বৃহস্পতিবার ১ জানুয়ারী উপজেলার হামিদপুর ইউনিয়নের পাতরাপাড়া গ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমবেদনা জানিয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলার হামিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন হামিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পার্বতীপুর উপজেলা বিএনপির সদস্য সাদেকুল ইসলাম বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার বসতবাড়ি রক্ষা কমিটির সভাপতি নুর মোহাম্মদ আবুল কালাম আজাদ পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সভাপতি মোঃ মামুনুর রশিদ মামুন মোঃফারুক মোঃকিবরিয়া মোঃ জাহাঙ্গীর সহ ইউনিয়ন বিএনপির সদস্যবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মোঃ লিয়াকত আলী মোনাজাতে বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মোরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও তাঁর ছেলে মোরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়াসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান তাঁরা।

Check Also

এনায়েতপুরের ব্রাহ্মণগ্রামে ব্যাডমিন্টন ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

॥ সোহেল রানা, চৌহালি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের এনায়েতপুরে ভার্সিটিঘাট ব্রাহ্মণগ্রামে এক আনন্দঘন পরিবেশে ব্যাডমিন্টন …