Saturday , 17 January 2026

ডাকাতির প্রস্তুতিকালে সুবর্ণচরে পিকআপসহ আটক, উদ্ধার দেশীয় অস্ত্র

॥ মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি ॥

নো য়াখালীর সুবর্ণচর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপসহ কয়েকজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের চরজব্বর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার চরজব্বর ইউনিয়নের পরিষ্কার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নীয়রা পিছু ধাওয়া করলে পরিষ্কার বাজার সংলগ্ন রাস্তার মাথা এলাকায় পিকআপটির একটি চাকা পাংচার হয়ে যায়। তখন এলাকাবাসী গাড়িটিকে আটক করতে সক্ষম হন। এ সময় জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির উদ্দেশ্যেই এসেছিল বলে স্বীকার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে চরজব্বর ইউনিয়নের পরিষ্কার বাজার এলাকায় একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী সেটিকে থামিয়ে তল্লাশি করতে বলেন। এ সময় পিকআপের চালক দেশীয় অস্ত্র উঁচিয়ে ধরে প্রতিরোধের চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা একত্রিত হয়ে তাদের ধরার চেষ্টা করলে পিকআপটি বেপরোয়া গতিতে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয়রা পিছু ধাওয়া করলে পরিষ্কার বাজার সংলগ্ন রাস্তার মাথা এলাকায় পিকআপটির একটি চাকা পাংচার হয়ে যায়। তখন এলাকাবাসী গাড়িটিকে আটক করতে সক্ষম হন। এ সময় জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির উদ্দেশ্যেই এসেছিল বলে স্বীকার করে। আটক ব্যক্তিদের মধ্যে একজন ‘শরীফ ডাকাত’ নামে পরিচিত বলে জানা গেছে। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায়। এ ঘটনায় ব্যবহৃত পিকআপ ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

পরে খবর পেয়ে চরজব্বর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Check Also

পাংশায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ রা জবাড়ী জেলা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’র …