Monday , 22 December 2025

মোংলায় ৩০ লিটার চোলাই মদ সহ স্বামী স্ত্রীকে আটক করেছে পুলিশ আদালতে প্রেরণ

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লায় ৩০ লিটার চোলাই মদ সহ স্বামী স্ত্রীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। ২২ ডিসেম্বর সোমবার তাদের আদালতে প্রেরণ করা হয়। মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন এ তথ্য নিশ্চিত করেন।

মোংলা পৌর শহরের মাদ্রাসা রোড সংলগ্ন বেড়িবাঁধের পাশ থেকে নদী থাকায় নৌকা ও ট্রলার যোগে খুব সকালে এ সকল অবৈধ মদ বানিশান্তা সহ আশপাশের বিভিন্ন এলাকায় পাচার করে অধিক মুনফার জন্য অবৈধ মদ ব্যাবসায়ীরা।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা বাস স্ট্যান্ড এলাকা হতে ৩০ লিটার অবৈধ চোলাই মদসহ স্বামী স্ত্রীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা এলাকার মৃত জিতেন হালদারের ছেলে রিলিফ হালদার ওরফে গ্যাদা (৫০) এবং তার স্ত্রী নমিতা রানী হালদার(৪০)।

এই দম্পতি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশলে অবৈধভাবে চোলাই মদের ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মোংলা বাস স্ট্যান্ড এলাকা হতে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। মোংলা পৌর শহরের মাদ্রাসা রোড সংলগ্ন বেড়িবাঁধের পাশ থেকে নদী থাকায় নৌকা ও ট্রলার যোগে খুব সকালে এ সকল অবৈধ মদ বানিশান্তা সহ আশপাশের বিভিন্ন এলাকায় পাচার করে অধিক মুনফার জন্য অবৈধ মদ ব্যাবসায়ীরা।

স্থানীয় ব্যাবসায়ী সহ অনেকে অভিযোগ করে বলেন, সন্ধ্যা নামলে পৌর শহরে মাতালদের জন্য হয়রানি হতে হয়ে সাধারণ পথচারী সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষদের। মোংলা বাসি মদের অবৈধ কারবারিদের হাত থেকে পরিত্রাণ চায়। এছাড়াও সরকারের অনুমতি মদের ভাট্টি থেকে নিয়ম না মেনে যারা মদ বিক্রি করে তাদের বিরুদ্বে তদন্ত করে ব্যাবস্থা নেয়ার জোর দাবী স্থানীয়দের।

Check Also

ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ৩.৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ …