॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥
বাং লাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রণীত,Criminal rules and Orders এর বিধি অনুযায়ী নোয়াখালীতে পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
একে অপরের সাথে অভিজ্ঞতা বিনিময় করা। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ত্রুটি বিচ্যুতিসমূহ দূর করে ফৌজদারী বিচার ব্যবস্থার কার্যক্রমকে গতিশীল করে মানুষের মাঝে ন্যায় বিচার প্রাপ্তির পথকে সুগম করা।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৪টায় নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন এর সভাপতিত্বে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসাইন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, এডিশনাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ এমদাদ, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজিব আহমেদ চৌধুরী , নোয়াখালী জেলার বিজ্ঞ পিপি মোঃ সাহাদাত হোসেন, নোয়াখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমির হোসাইন বুলবুল, জেলা প্রবেশন অফিসার, বিভিন্ন থানার অফিসার ইন চার্জ গন।
চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ছৈয়দ মুহাম্মদ ফখরুল বলেন, এই কনফারেন্সের মুল উদ্যেশ্য হলো একে অপরের সাথে অভিজ্ঞতা বিনিময় করা। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ত্রুটি বিচ্যুতিসমূহ দূর করে ফৌজদারী বিচার ব্যবস্থার কার্যক্রমকে গতিশীল করে মানুষের মাঝে ন্যায় বিচার প্রাপ্তির পথকে সুগম করা।
আলোচনায় বিচারিক কার্যক্রম এর সাথে জড়িত সকল দপ্তরকে নিজ নিজ দায়িত্ব পালনে সচেতনতা বৃদ্ধি এবং বিচার ব্যবস্থাকে জনবান্ধব করে ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
কনফারেন্সে নোয়াখালী জেলায় বিচারাধীন মামলার ত্রুটি বিচ্যুতি চিহ্নিতকরণ এবং মামলার অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়।
কনফারেন্সে বক্তারা ফৌজদারি বিচার কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে পুলিশ ও ম্যাজিস্ট্রেটগণের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়সাধন জোরদার, সময়মত আইনানুগভাবে প্রদত্ত মেডিকেল সার্টিফিকেট, ময়না তদন্ত প্রতিবেদন,ফরেনসিক রিপোর্ট ও ভিসেরা রিপোর্ট নিশ্চিতকরণ, বিচারাধীন মামলা সমূহের সমন, ওয়ারেন্ট, হুলিয়া ও ক্রোকী পরোয়ানা দ্রুত জারিকরণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা নিরসনের উপায় চিহ্নিতকরণ, যথাসময়ে সাক্ষী হাজির নিশ্চিতকরণ এবং সাক্ষীদের আদালতে আগমন ও প্রত্যাবর্তিকালীন নিরাপত্তা নিশ্চিতকরণ, অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে শৈথিল্য দূরীকরণের বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব পালন করাসহ ফৌজদারি বিচার ব্যবস্থা ত্বরান্বিতকরণের লক্ষ্যে ফলফসু আলোচনা করেন।