Saturday , 5 April 2025

নরসিংদীতে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে পুলিশী অভিযান

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥

বৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে, এম শহিদুল ইসলাম সোহাগ এর নেতৃত্বে নরসিংদী মডেল থানার ওসি তানভীর আহমেদ সহ সংগীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল নরসিংদী পৌর শহর ও এর আশপাশ এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার,  অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার ও মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়।

 

ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল নরসিংদী পৌর শহর ও এর আশপাশ এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার,  অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার ও মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়।

এসময় তারা বিভিন্ন এলাকায় অবস্থিত মাদক বিক্রেতা ও সেবনকারী এবং সন্দেহভাজনদের তল্লাশি করেন। নরসিংদী মডেল থানার (ওসি) তানভীর আহমেদ প্রতিনিধিকে বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে অবৈধ অস্ত্র উদ্ধার, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক বিক্রেতা ও তাদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার জন্য এ অভিযান। তিনি আরও জানান, নরসিংদীকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে এ অভিযান চলমান থাকবে।

Check Also

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড …