Friday , 17 October 2025

জাতীয় জরুরী সেবা ৯৯৯ গ্রামবাসীর ফোন কলে মোংলায় খালে ভেসে আসা নবজাতকের মরদেহ উদ্ধার করলো পুলিশ

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥

মোং লায় খালে ভেসে আসা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গ্রামবাসী লাশটি ভাসতে দেখে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে মোংলা থানা পুলিশ নবজাতকের মরদেহ উদ্বার করে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ৪/৫ দিনের, তাই পচে উঠেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভূমিষ্ট হওয়ার পর শিশুটিকে খালে ফেলে দেয় কোন অসৎ পরিবার।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মোংলা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের মনপুরা ব্রিজ সংলগ্ন খালে এক নবজাতক শিশুর মরদেহ ভাসতে দেখে শুক্রবার সকালে জাতীয় জরুরী সেবায় গ্রামবাসী ৯৯৯ এ কল দিলে মোংলা থানা পুলিশ নবজাতকের মরদেহ উদ্বার করে। এরপর গ্রামবাসীর সহায়তায় লাশটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, সকালে মরদেহটি খালের পাড়ের একটি গাছের সাথে আটকে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। ধারণা করা হচ্ছে লাশটি খালের পানিতে অন্য কোথাও থেকে এখানে ভেসে এসেছে।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ৪/৫ দিনের, তাই পচে উঠেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভূমিষ্ট হওয়ার পর শিশুটিকে খালে ফেলে দেয় কোন অসৎ পরিবার।

এ বিষয়ে খোঁজ খবর নেয়ার পাশাপাশি আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Check Also

বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্থ এলাকার বসতবাড়িতে তীব্র ফাটল ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন।

॥  আসাদুর রহমান হাবিব,  দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভস্থ …