॥ মাসুদ রানা,বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
সু বিএনপি ক্ষমতায় এলে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে আগামী ৫ বছরে সারাদেশে ৩০ কোটি গাছ লাগানো হবে। এ গাছের চারা উৎপাদন, বিপণন ও রোপনে বহু মানুষের কর্মসংস্থান হবে….লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।তিনি আরো বলেন, আমরা ভৌগোলিকভাবে ভাগ্যবান, আমাদের পাশে রয়েছে বঙ্গোপসাগর, সুন্দরবন, মোংলা বন্দর, ইপিজেড ও বিশাল শিল্পাঞ্চল। প্রযুক্তির অভাবে আমরা আমাদের সমুদ্র সম্পদ অর্জন করতে পারেনি। বিএনপি ক্ষমতায় এলে বিদেশী বিশেষজ্ঞদের সহায়তায় সমুদ্র সম্পদ উত্তোলন করা হবে।
মোংলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে পূজা পরবর্তী মতবিনিময় সভা করেছে বিএনপি। শুক্রবার বিকেলে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকার বুড়বুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে স্থানীয় বিএনপি আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা-রামপাল (বাগেরহাট) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
এ সময় মোংলা-রামপাল সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় বলেন, আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতায় এলে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে আগামী ৫ বছরে সারাদেশে ৩০ কোটি গাছ লাগানো হবে। গাছের চারা উৎপাদন, বিপণন ও রোপনে বহু মানুষের কর্মসংস্থান হবে।
তিনি আরো বলেন, আমরা ভৌগোলিকভাবে ভাগ্যবান, আমাদের পাশে রয়েছে বঙ্গোপসাগর, সুন্দরবন, মোংলা বন্দর, ইপিজেড ও বিশাল শিল্পাঞ্চল। প্রযুক্তির অভাবে আমরা আমাদের সমুদ্র সম্পদ অর্জন করতে পারেনি। বিএনপি ক্ষমতায় এলে বিদেশী বিশেষজ্ঞদের সহায়তায় সমুদ্র সম্পদ উত্তোলন করা হবে। আমরা সুন্দরবনকে ঘিরে পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম গড়ে তুলতে চাই।
আমরা মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবো। যাতে মানুষের কর্মসংস্থান বাড়ে। আমরা সকল ক্ষেত্রে চাই সমতা ও ন্যার্য্যতা।
এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি ও সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন। এছাড়া সভায় বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।