Wednesday , 7 January 2026

এনায়েতপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দোয়া মাহফিল

॥ সোহেল রানা, চৌহালি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের এনায়েতপুরে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক হৃদয়স্পর্শী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

ধর্মপ্রাণ মুসল্লিসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সোমবার (৫ জানুয়ারি) যোহর নামাজের পর এনায়েতপুর হাট চত্ত্বরে ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ সরোয়ার সরকারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্নআহ্বায়ক মিজানুর রহমান মজনুর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্নআহ্বায়ক রওশন আলী মন্টু সরকার, এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির সম্মানিত সভাপতি মাসুদ রানা, জেলা বিএনপির উপদেষ্টা আঃ সালাম, থানা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম মাস্টার, থানা বিএনপির যুগ্মআহ্বায়ক আঃ খালেক শেখ, আবু সালেহ আহম্মেদ জামিল, বিজয় আহম্মেদ, লিয়াকত হোসেন লাবু, থানা যুবদলের সদস্যসচিব সাইদুল ইসলাম রাজ, সিনিয়র যুগ্নআহ্বায়ক আল্লেকচাঁন সরকার, জিকে ফরিদ, থানা কৃষকদলের সাবেক সভাপতি মেরাজুল ইসলাম মেরাজ, সাধারণ সম্পাদক মুক্তার হাসান, থানা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহরিয়ার ইমন, সদস্যসচিব আহম্মেদ আলী সরকার, যুগ্মআহ্বায়ক সোনাউল্লা সরকার, সোহেল রানা, থানা শ্রমিকদলের সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল সরকার, মৎসজীবিদলের জেলা প্রচার সম্পাদক রবিউল সরকার, জেলা ছাত্রদলের সহসভাপতি ইউসুফ আলী জয়, থানা ছাত্রদলের সদস্যসচিব ইমতিয়াজ হাসান মোল্লা, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম হোসেন গোলাপ, সাবেক সদস্যসচিব নজরুল ইসলাম, হাজী হাবিব সরকার, আঃ সালাম মেম্বার প্রমূখ।

স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে আল্লাহর দরবারে কান্নাজড়িত কণ্ঠে ক্ষমা ও রহমত প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগীতা করেছেন খুকনী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিল সরকার।অনুষ্ঠান শেষে তবারক বিতরণ করা হয়।

Check Also

প্রশাসনের আশ্বাসে সুন্দরবনের পর্যটনবাহী নৌযান মালিকদের ধর্মঘট প্রত্যাহার 

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ প্র  শাসনের আশ্বাসের প্রেক্ষিতে সুন্দরবনের পর্যটনবাহী নৌযান মালিকদের …