Thursday , 1 January 2026

মৃত বাবার সম্পত্তির উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার দাবীতে সংবাদ সম্মেলন

॥  এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

নো য়াখালীর সুবর্ণচরে মৃত বাবার সম্পত্তি উদ্ধার, জীবনের নিরাপত্তা ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন তানিয়া বেগম (২৯)।

 

‎এ বিষয়ে আমি থানায় অভিযোগ করেছি। পুলিশ বলেছে তদন্ত করে ব্যবস্থা নিবে। কিন্তু আসামীরা জামিনে বের হয়ে এসে আরো বেপরোয়া হয়ে উঠে।

‎বৃহস্পতিবার বিকালে ৫টায় নোয়াখালী প্রেসক্লাব সংলগ্ন এনএক্স ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‎ভুক্তভোগী তানিয়া বেগম জানান, তার আপন চাচা আবদুল আলিম,ফুফু রেহানা বেগম গংরা তার পৈতৃক সম্পত্তি জোর পুর্বক দখল করে রাখেন ।২০০৭ সালে পিতার মৃত্যুর পরে তারা বাড়িতে একটা বসতঘর নির্মান করে বসবাস করে আসছেন। কিন্তু বিগত ২০২৪ সালে চাচা ফুফুরা সৈরাচারী আওয়ামীলীগের ভাড়াটিয়া সন্ত্রাসী এনে জোরপূর্বক আমাদের উচ্ছেদ করে বসতঘর ভেঙ্গে ফেলে তা নিয়ে লুট করে নিয়ে যায় ।

এসময় বাধা দিলে অস্র দিয়ে কুপিয়ে মা, ভাই ও ছোট চাচিকে রক্তাক্ত জখম করে। এ বিষয় আমি বাদি হয়ে মামলা করলে আমার জীবন নিরাপত্তা হীন হয়ে পড়ে । পরে আমি মা ও ভাইকে নিয়ে অনত্র আত্বীয়ের বাড়িতে আশ্রয় নিয়ে আছি। এদিকে গত ২৮/১২/২৫ ইং আসামীরা জামিনে বের হয়ে এসে আমাকে ধর্ষন করে প্রান নাশের হুমকি প্রদান করে।

‎এ বিষয়ে আমি থানায় অভিযোগ করেছি। পুলিশ বলেছে তদন্ত করে ব্যবস্থা নিবে। কিন্তু আসামীরা জামিনে বের হয়ে এসে আরো বেপরোয়া হয়ে উঠে। আমি জীবন রক্ষার্থে জেলা শহরে এসে আত্বীয়ের বাড়িতে অবস্থান করছি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায়  রয়েছি। তাই আমি প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের সহায়তা কামনা করছি।

Check Also

ঝিলবুনিয়া দরবার শরীফের পীরসাহেব হুজুরের জানাজা মঙ্গলবার

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ বা গেরহাটের মোড়েলগঞ্জে ঝিলবুনিয়া দরবার শরীফ ও হাবিবুল্লাহ …