Monday , 21 April 2025

তেঁতুলিয়ায় কিশোর-কিশোরীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা মাধ্যমে পুরস্কার বিতরণ

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেঁতুলিয়ায় কিশোর-কিশোরীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়েছে।

দেশে চলমান “জনমিতিক লভ্যাংশ’র সুফল পেতে কিশোরদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি উন্নত মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্ধুদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে ‘তারুণ্যে বিনিয়োগ টেকসই উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিকেএসএফ

‘মাদককে না বলি,সুন্দর জীবন গড়ি’,এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার ডি-তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও)এর কৈশোর কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন তেঁতুলিয়ার যুবসমাজের মধ্যমনি মো.তরিকুল ইসলাম মেজর ও সিরাজগঞ্জ জেলা ভলিবল দলের ক্যাপ্টেন ইমরান সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি-তেঁতুলিয়া সপ্রাবি ও দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহ তেঁতুলিয়া গ্রামের সর্বস্তরের জনসাধারণ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা যেমন হ্যান্ডবল, ভলিবল, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কনের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেছেন পল্লী -কর্মসংস্থান ফাউন্ডেশন(পিকেএসএফ)। এক বিশেষ জরীপ অনুসারে বর্তমানে দেশে ৩.৬০ কোটির বেশি কিশোর-কিশোরী রয়েছে, যা মোট জনসংখ্যার ২১ শতাংশ । আজকের কিশোর-কিশোরী আগামী দিনের দেশ ও সমাজ পরিচালনায় নেতৃত্ব দিবে এটিই বাস্তবতা।

দেশে চলমান “জনমিতিক লভ্যাংশ’র সুফল পেতে কিশোরদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি উন্নত মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্ধুদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে ‘তারুণ্যে বিনিয়োগ টেকসই উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিকেএসএফ এর উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে বিভিন্ন সংগঠন জুলাই/২০১৯ হতে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন শাখার মাধ্যমে কৈশোর কর্মসূচি বাস্তবায়ন করছে।

Check Also

রাজবাড়ীতে বজ্রপাতে কৃষক নিহত

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ রা জবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে কামাল শেখ (২৫) …