Sunday , 19 October 2025

নোয়াখালীর বেগমগঞ্জে আদালতের আদেশ অমান্য করে সম্পত্তি দখল

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

নো য়াখালীর বেগমগঞ্জ উপজেলায়  চলমান মামলায় আদালতের  নিষেধাজ্ঞার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্য দিবালোকে সম্পত্তি দখল করে দোকান নির্মান করছেন স্থানীয় শাহআলম গংরা। এ নিয়ে হতাশা ও আতংকে রয়েছে ভুক্তভোগী আবুল কালামের ছেলে মোঃ শরিফ উল্লা।

 

গত ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার আনুমানিক বিকেল তিনটার দিকে শাহ আলম, তার পুত্র মাহফুজুর রহমান, সোহেলসহ একদল সঙ্ঘবদ্ধ লোক বিভিন্ন ধরনের অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী কায়দায় শরীফদের মালিকীয় ও ভোগদখলীয় ভূমি দখলের চেষ্টা করে।

‎ঘটনাটা ঘটেছে ১০নং  নরোত্তমপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে মোস্তফার পুল আবুল কালাম মার্কেট নামক স্থানে। এতে চরম নিরাপত্তাহীন হয়ে পড়েছেন জমির মালিক শরীফ উল্যাহ ও তার পরিবার।

‎সরেজমিনে গেলে  জমির মালিক শরীফ উল্যাহ ও স্থানীয়রা জানান, এর আগে নরোত্তমপুর মৌজার ওই ভূমিতে তাদের দোকান ভিটি, বাগানসহ সার্বিক দখলানা বিদ্যমান ছিল। গত ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার আনুমানিক বিকেল তিনটার দিকে শাহ আলম, তার পুত্র মাহফুজুর রহমান, সোহেলসহ একদল সঙ্ঘবদ্ধ লোক বিভিন্ন ধরনের অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী কায়দায় শরীফদের মালিকীয় ও ভোগদখলীয় ভূমি দখলের চেষ্টা করে। এ সময় শরীফদের বাধার মুখে তারা নানা ধরনের হুমকি,ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল হতে চলে যায়।

পরবর্তীতে, শরীফ উল্যাহ এ বিষয়ে প্রতিকার চেয়ে জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৩৯১/২৫ পিটিশন মামলা দায়ের করেন। তিনি সংশ্লিষ্ট ভূমিতে যাতে কোন ধরনের অনধিকার চর্চা করতে না পারেন, সে বিষয়ে আদালত কতৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিবেদন করেন । বিজ্ঞ আদালত এ বিষয়ে বেগমগঞ্জ থানার পুলিশ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ওই ভূমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানসহ স্থিতিশীলতা বজায় রাখতে নির্দেশ প্রদান করেন।

‎এদিকে, আদালতের এমন নির্দেশনা পেয়ে বিবাদীরা আরো বেশি বেসামাল হয়ে ওঠে। তারা থানা পুলিশকে হাতে রেখে রাতারাতি বেপরোয়া হয়ে ওই ভূমি দখলের চেষ্টা চালিয়ে এলাকায় একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে।

‎সরেজমিনে গেলে ঘটনাস্থলে বিরোধী জমিতে দোকান নির্মান কাজ দেখে জানতে চাইলে বিবাদী মোঃ শাহআলম ও তার ছেলে মাহফুজুর রহমান সবুজ ওয়ারিশ ও খরিদসুত্রে মালিকানা দাবী করেন। তারা এ দোকান নির্মান করছেন বলে জানান।

‎এ বিষয়ে বেগমগঞ্জ থানার এএসআই মামলার দায়িত্বশীল কর্মকর্তা মো.মশিউর রহমান জানান, আমি সরেজমিনে গিয়ে ওই ভূমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশনা দিয়ে এসেছি। এরপরও কেউ কোন ধরনের অরাজকতা সৃষ্টি করলে মাননীয় আদালতের নির্দেশনামতে ব্যবস্থা গ্রহণ করবো।

Check Also

প্রতিবন্ধী বৃদ্ধাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করল বেলকুচি থানা পুলিশ

॥ আশিকুর রহমান, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ এ মননি ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেড়া খারুয়া …