॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রা জবাড়ী জেলার পাংশা বিএডিসি শ্রমিক ইউনিয়নের (বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত) উদ্যোগে সোমবার (১৮ আগস্ট) কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০১৭ অনুযায়ী বিএডিসিসহ সকল কৃষি ফার্ম শ্রমিককে নিয়মিতকরণসহ ১৩ দফা পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।এটি খুবই দুঃখজনক। তারা কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০১৭ অনুযায়ী বিএডিসিসহ সকল কৃষি ফার্ম শ্রমিককে নিয়মিতকরণসহ ১৩ দফা পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবী জানান।
পাংশা বিএডিসি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী বাবলু মন্ডল ও ওয়াচম্যান মোঃ মাসুদ রানা কর্মসূচির যৌক্তিকতা তুলে ধরে বলেন, বিএডিসিতে কর্মরত শ্রমিকদের নিয়মিতকরণের পদক্ষেপ গ্রহণ না করে ২২ দিনের মজুরি দেওয়া হচ্ছে। এটি খুবই দুঃখজনক।
তারা কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০১৭ অনুযায়ী বিএডিসিসহ সকল কৃষি ফার্ম শ্রমিককে নিয়মিতকরণসহ ১৩ দফা পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবী জানান।
দাবী বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়ার কথা উল্লেখ করেন তারা। অবস্থান কর্মসূচিতে আলমগীর হোসেন, খলিল মৃধা, মোঃ আক্তার মোল্লা, মোঃ সেন্টু প্রামানিক, বকু মন্ডল, রায়হান সরদার, আব্দুল্লাহ, টিটু শেখ ও ইজাজুল মন্ডলসহ অন্যান্য শ্রমিকগণ উপস্থিত ছিলেন।