Wednesday , 12 March 2025

হাতিয়ায় বিক্ষোভ’ পুলিশ ছাত্র ভাই ভাই প্রশাসনের ভয় নাই।

॥ উত্তম সাহা, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

বুধবার (১২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা শহরে এ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের সমর্থকরা।

 

তিনি বলেন, চলমান অভিযানে প্রশাসনকে বিব্রত করার জন্য একটা পক্ষ উস্কানি দিচ্ছে। যারা বিগত সরকারের আমলে সন্ত্রাস লুটপাটের সাথে জড়িত ছিল। তারা এখন ভিন্নরূপে ফায়দা লুটানোর চেষ্টা করছে।

মিছিলটি হাতিয়া থানার সামনে থেকে শুরু হয়ে ওছখালী মোড় প্রদক্ষিন করে। এসময় ‘ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট এ্যকশান,যুবলীগের বিরুদ্ধে ডাইরেক্ট এ্যকশান, ছাত্র-পুলিশ ভাই ভাই প্রশাসন ভয় নাই’ হান্নান ভাইয়ের হাতিয়ায় সন্ত্রাসীদের ঠাই নাই’ প্রভৃতি স্লোগান দিয়ে মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে জড়ো হয়।

পরে উপস্থিত ছাত্র-জনতার সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আবু ইউছুফ বক্তব্য দেন। তিনি বলেন, চলমান অভিযানে প্রশাসনকে বিব্রত করার জন্য একটা পক্ষ উস্কানি দিচ্ছে। যারা বিগত সরকারের আমলে সন্ত্রাস লুটপাটের সাথে জড়িত ছিল। তারা এখন ভিন্নরূপে ফায়দা লুটানোর চেষ্টা করছে।

তিনি আরো বলেন, যেভাবে ফ্যাসিবাদী হাসিনা সরকারকে ছাত্ররা পতন ঘটিয়েছে, ঠিক একই ভাবে হাতিয়ার ছাত্র-জনতা হান্নান ভাইয়ের নেতৃত্বে সন্ত্রাসীদের গডফাদারকে নির্মূল করবে।

Check Also

পাংশার মাজাইল সিদ্দিকীয়া খানকা শরীফে

॥  মোক্তার হোসেন,  ষ্টাফ রিপোর্টার ॥ রা জবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউপির মাজাইল সিদ্দিকীয়া …