Thursday , 8 May 2025

জিউধারা এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

॥ মাসুদ রানা, বাগেরহাট  জেলা প্রতিনিধি ॥

বা   গেরহাটের জিউধারা গ্রামে শাফায়েত তালুকদার নামের এক যুবককে পিটিয়ে হত্যার সুষ্ঠ তদন্ত ও থানার এস আই পিন্টুর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্বজন ও এলাকাবাসী।

 

মোড়েলগঞ্জ থানার এসআই পিন্টু পূর্ব শত্রুতার কারনে ওয়ারেণ্ট ভুক্ত আসামী গ্রেফতারের অভিযোগ এনে পরিকল্পিতভাবে শাফায়েতকে নির্মামভাবে পিটয়ে হত্যা করেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে জিউধরা বাজার এলাকায় এ বিক্ষোভ ও মানববন্ধনে নিহত শাফায়েত তালুকদারের পিতা, মাতা, বিধাব স্ত্রীও দুই বোনসহ শতশত ক্ষুব্ধ গ্রামবাসি এতে অংশ নেয়।

মানববন্ধনে নিহত শাফায়েতের পিতা ফারুক হোসেন বলেন, মোড়েলগঞ্জ থানার এসআই পিন্টু পূর্ব শত্রুতার কারনে ওয়ারেণ্ট ভুক্ত আসামী গ্রেফতারের অভিযোগ এনে পরিকল্পিতভাবে শাফায়েতকে নির্মামভাবে পিটয়ে হত্যা করেছে। এছাড়া শরীরে জলন্ত সিগারেটের ছ্যাকাও দিয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। অথচ শাফায়েতের বিরুদ্ধে কোন মামলা বা অভিযোগ তাদের কাছে নেই।

পরে সকাল হলে নিরাপদে শাফায়েতের লাশ গাড়িতে তুলে নিয়ে হাসপাতালে পৌছে এসআই পিন্টু ও তার সহযোগীরা গাঁ ঢাকা দেয় বলেও উল্লেখ করেন তার বাবা। এসময় অভিযুক্ত দারোগার ফাঁসির দাবি করেন তিনি ও এলাকাবাসী। মানববন্ধনে শেষে নিহত শাফায়েতের মা শাফিয়া বেগম, স্ত্রী তন্বী বেগম, বোন মারজিয়া ও হিরা আক্তারসহ সকলে এসআই পিন্টুর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ মে) সকাল ৮টার দিকে জিউধরা গ্রামে একজন ওয়ারেন্টি আসামীকে আটকের জন্য এসআই পিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। ওই অভিযানে জিউধরা ওই গ্রামের ফারুক হোসেন তালুকদারের ছেলে শাফায়েত আটক হবার পরে পুলিশের নির্যাতনে মারা যায় সাফায়েত। একই সময় পুলিশের মারপিটে গুরুতর আহত হয় ওয়ারেন্ট ভুক্ত আসামি সোহেল তালুকদারসহ দু’জন।

তবে এ বিষয়ে পুলিশের তরফ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় সাফায়েতের স্বজনরা।

Check Also

হাতিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত প্রতিবাদে মানববন্ধন

॥  আরজু আক্তার,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥ হা তিয়ায় দ্বীপ নিউ মার্কেটের টেইলার্স সমিতির উপদেষ্টা মো. …