॥ আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) প্রতিনিধি ॥
আ গামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৫ পার্বতীপুর ফুলবাড়ী আসনে বিএনপির মনোনয়নের প্রার্থী পরিবর্তনের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৮ ডিসেম্বর বিকেল সাড়ে ৫ টায় ফুলবাড়ী পৌর শহরের ঢাকা দিনাজপুর মহাসড়কের বটতলী বাসস্ট্যান্ড যমুনা ব্রীজের পশ্চিম পার্শ্বে ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পর্যন্ত এসে দাঁড়িয়েছি কিন্তু কেন্দ্রীয় মোতাবেক আমাকে নমিনেশন দেয়া হয় নাই দিয়েছেন পার্বতীপুর ফুলবাড়ীর মানুষ যাঁকে চিনেন না কোনদিন দেখেননি তাঁকে তিনি দীর্ঘ সময় বিদেশে থেকে গেছেন কিন্তু বিএনপির নমিনেশন তাঁকেই দেয়া হয়েছে তিনি আরও বলেন অবিলম্বে দিনাজপুর ৫ আসনের বিএনপির ধানের শীষের মনোনয়ন পাওয়া প্রার্থীর পরিবর্তন করা হোক
প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ জেড এম রেজাওনুল হক। তিনি বলেন দীর্ঘ সময় ধরে বিএনপি করার কারণে সাবেক ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে জেল জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করেছি আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকে নেতাকর্মীদের নিয়ে রাজপথে নেমে আজ বিএনপির মনোনয়ন পাবো বলে এ পর্যন্ত এসে দাঁড়িয়েছি কিন্তু কেন্দ্রীয় মোতাবেক আমাকে নমিনেশন দেয়া হয় নাই দিয়েছেন পার্বতীপুর ফুলবাড়ীর মানুষ যাঁকে চিনেন না কোনদিন দেখেননি তাঁকে তিনি দীর্ঘ সময় বিদেশে থেকে গেছেন কিন্তু বিএনপির নমিনেশন তাঁকেই দেয়া হয়েছে তিনি আরও বলেন অবিলম্বে দিনাজপুর ৫ আসনের বিএনপির ধানের শীষের মনোনয়ন পাওয়া প্রার্থীর পরিবর্তন করা হোক প্রার্থীর জনপ্রিয়তা না থাকলে বিএনপির ধানের শীষের প্রতি ভোটারদের ভালোবাসা হারানোর কথাও জানান তিনি।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সামেদুল ইসলাম মাষ্টার উপজেলা ও পৌর বিএনপির যুবদল স্বেচ্ছাসেবকদল শ্রমিকদলের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন বেতদিঘী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান কাজিহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম খয়েরবাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামিম হোসেন সহ উপজেলার যুবদল স্বেচ্ছাসেবকদল শ্রমিকদল কৃষকদল সহ ফুলবাড়ী উপজেলার পৌর ও ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল