Thursday , 13 November 2025

বিক্ষোভ মিছিল ও পথসভা: ধামাইনগর ইউনিয়নে আওয়ামী লীগকে হুঁশিয়ার বিএনপি নেতাকর্মীরা

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১নং ধামাইনগর ইউনিয়নের শালিয়া গাড়ি বাজারে হাই স্কুল মাঠে বিএনপির পক্ষ থেকে এক প্রস্তুতিমূলক আলোচনা শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

“দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। বর্তমান সরকারের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে এই আন্দোলন আরও বেগবান হবে।” অনুষ্ঠানে বক্তারা আওয়ামী লীগ সরকারকে হুঁশিয়ার করে বলেন, জনগণের রোষের মুখ থেকে কেউ রক্ষা পাবে না—এই আন্দোলনই হবে গণজাগরণের নতুন সূচনা।

হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে শালিয়া গাড়ি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি তিনমাথা রাস্তার মোড়ে এসে পথসভায় রূপ নেয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পথসভায় বক্তব্য রাখেন ১নং ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক নবীর উদ্দিন (নবীর), সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু হোসেন (রিপন), ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, এবং যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ শাকিল তালুকদার।

বক্তারা বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। বর্তমান সরকারের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে এই আন্দোলন আরও বেগবান হবে।” অনুষ্ঠানে বক্তারা আওয়ামী লীগ সরকারকে হুঁশিয়ার করে বলেন, জনগণের রোষের মুখ থেকে কেউ রক্ষা পাবে না—এই আন্দোলনই হবে গণজাগরণের নতুন সূচনা। বিক্ষোভ মিছিল ও পথসভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Check Also

রায়গঞ্জে নিহত ২ কৃষকদল নেতার পরিবারের পাশে দাঁড়ালেন নারী নেত্রী শিল্পপতি রুহী আফজাল

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ (ম ঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫.)। গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব …