Saturday , 1 November 2025

দিনাজপুরে সাগর-রুনিসহ সাংবাদিকের হত্যার বিচার ও চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

দে শে সাগর-রুনিসহ সাংবাদিকের হত্যার বিচার নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন-সহ চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর।

 

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আমরা আজও সাগর-রুনির হত্যাকাণ্ডের বিচার পাইনি এরপরও একের পর এক সারাদেশে সাংবাদিকদের উপর হামলা নির্যাতন নিপীড়ন গুম খুন করা হচ্ছে আমরা খুনিদের বিচার দাবি করছি

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউযে) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার ১ নভেম্বর সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আমরা আজও সাগর-রুনির হত্যাকাণ্ডের বিচার পাইনি এরপরও একের পর এক সারাদেশে সাংবাদিকদের উপর হামলা নির্যাতন নিপীড়ন গুম খুন করা হচ্ছে আমরা খুনিদের বিচার দাবি করছি সেই সাথে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন-সহ চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানাচ্ছি।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সভাপতি মোহাম্মদ সাদাকাত আলী খান সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন সহ-সভাপতি ফারুক হোসেন অর্থ সম্পাদক আব্দুস সালাম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন এসময় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সকল সদস্যগণ সহ জেলার অন্যান্য সাংবাদিকবৃন্দ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন।

Check Also

সাগর-নদীতে আজ থেকে ৮মাসের জন্য ঝাটকা সংরক্ষণ অভিযান শুরু

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥ ঝা টকা ইলিশ সংরক্ষণে আজ শনিবার থেকে সাগর …