Saturday , 22 February 2025

আল্লাহ ও রাসুল (সাঃ)কে নিয়ে কটুক্তি করায় নবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ

॥ বিশেষ প্রতিনিধি ॥

ল্লাহ ও রাসুল (সাঃ)কে নিয়ে কটুক্তি করায় সোহেল হাসান গালিব ও রাখাল রাহার ফাঁসির দাবিতে ঢাকার নবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা তাওহীদি জনতা।

আমার আল্লাহ ও রাসুল (সাঃ)কে নিয়ে যে কটুক্তি করেছে তাকে ফাঁসি দিয়ে মৃত্যুদন্ড কার্যকর করতে হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে বিক্ষোভ মিছিলটি নবাবগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সে এক সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে বিক্ষোভ সমাবেশটি শেষ হয়।

এ সময় শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ্য করে বক্তার বলেন, শিক্ষা সংস্কার কমিশনের দায়িত্বে থাকা রাখাল রাহাকে তার দায়িত্ব থেকে অনতিবিলম্বে অব্যাহতি দিয়ে তাকে বিচারের আওতায় এনে কঠিন শস্তির ব্যবস্থা করবেন। আর তা যদি না পারেন তাহলে আপনি পদত্যাগ করবেন।

বক্তারা আরও বলেন, আমার আল্লাহ ও রাসুল (সাঃ)কে নিয়ে যে কটুক্তি করেছে তাকে ফাঁসি দিয়ে মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। যেন আর কেউ আমার আল্লাহ ও রাসুল (সাঃ)কে নিয়ে কটুক্তি করতে না পারে।

এ সময় উপজেলা তাওহীদি জনতা কলাকোপা ইউনিয়নের সভাপতি মুফতি ইব্রাহীম খলিল, কলাকোপা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মুফতি মোশারফ হোসেন ও মোঃ তানভির আহমেদ, মোঃ আরমানসহ আরও অনেকের সার্বিক সহযোগিতায় এ বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করা হয়।

Check Also

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

॥ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহিদ …