Monday , 18 August 2025

হাতিয়ায় ইভটিজিং ও ধর্ষন বিরোধী প্রতিবাদী মানববন্ধন

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

“ রু খতে হবে ধর্ষন’শুরু হোক গর্জন” সারা দেশে অব্যাহত ধর্ষন ও নারী নিপীড়নের প্রতিবাদে হাতিয়ায় ইভটিজিং ও ধর্ষন বিরোধী প্রতিবাদী মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।

 

 

বক্তারা বলেন, নারী ও শিশু ধর্ষনে অভিযুক্তদের শুধু গ্রেফতার নয়,দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে।

হাতিয়া উপজেলা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বুধবার বেলা ১১টা হাতিয়া দ্বীপ সরকারি কলেজ থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে খুন ধর্ষন নিপীড়ন/রুখে দাড়াও জনগন,অভিলম্বে ধর্ষকদের/ বিচার করো করতে হবে, ধর্ষকেরা ধর্ষন করে/ প্রশাসন কি করে, আমি কে তুমি কে/আছিয়া আছিয়া,স্লোগান দেয়।

পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে দ্বীপ সরকারী কলেজে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এ সময় মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন,আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের ১০শ্রেণীর শিক্ষার্থী মুনিয়া আরা তাসফিয়া, রহমানিয়া কামিল মাদ্রাসার ১০ শ্রেণীর ছাত্র মেহেদী হাচান রকি, হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ইসমাইল হোসেন তৌকি দ্বাদশ শ্রেণী,আব্দুর রহমান কাইছার অনার্স ১ম বর্ষ, বেলাল উদ্দিন দ্বাদশ শ্রেণী, মোঃসোহাগ দ্বাদশ শ্রেণী।

বক্তারা বলেন, নারী ও শিশু ধর্ষনে অভিযুক্তদের শুধু গ্রেফতার নয়,দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে। মিছিলে অংশ নেন হাতিয়াদ্বীপ সরকারী কলেজ, রেহানিয়া উচ্চবিদ্যালয়, এ এম উচ্চ বিদ্যালয়, চরকৈলাস হাদিয়া মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রীরা।

Check Also

পাংশায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে সামারি ট্রায়াল অনুষ্ঠিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ রা জবাড়ী জেলার পাংশা উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে …