Tuesday , 14 October 2025

সাতক্ষীরার সিভিল সার্জনের অপসারণের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন ও অফিস ঘেরাও

॥  সাতক্ষীরা  প্রতিনিধি ॥

সা তক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালামের অপসারণের দাবিতে মানববন্ধন ও অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, সিভিল সার্জন আব্দুস সালামের বিরুদ্ধে দুর্নীতি, হাসপাতালের নার্সদের সঙ্গে অশোভন আচরণ, নিয়মিত অফিসে উপস্থিত না থাকা এবং নিজ কোয়ার্টারের আয়াকে কুপ্রস্তাব দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে।

সোমবার (০৬ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের খুলনা মোড়ে, সাতক্ষীরা জেলাবাসী ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওসার আলী।

জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গণআন্দোলন জোটের আহ্বায়ক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দু সামাদ গাজী, সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, মহিলা সম্পাদিকা নাজমা আক্তার নদী, জেলা শ্রমিক দলের একাংশের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সদর হাসপাতালের স্বেচ্ছাসেবক শাওন, জেলা তরুণ দলের সাবেক সভাপতি আব্দুর রউফ রাজা, এবং জেলা ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক এস.এম. রবিউল ইসলাম প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সিভিল সার্জন আব্দুস সালামের বিরুদ্ধে দুর্নীতি, হাসপাতালের নার্সদের সঙ্গে অশোভন আচরণ, নিয়মিত অফিসে উপস্থিত না থাকা এবং নিজ কোয়ার্টারের আয়াকে কুপ্রস্তাব দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া তিনি নিয়মনীতি তোয়াক্কা না করে সদর হাসপাতালের স্বেচ্ছাসেবকদের অন্যায়ভাবে অপসারণ করেছেন।

অভিযুক্ত সিভিল সার্জনের এসব কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, দুর্নীতিবাজ ও অনৈতিক সিভিল সার্জনের অপসারণ এখনই করতে হবে, অনতিবিলম্বে তার অপসারণ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Check Also

মোংলায় যুবককে পিটিয়ে হত্যা আটক দুইজন

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥ মোং লায় পূর্ব শত্রুতার জেরে মহিদুল শেখ নামে …