Wednesday , 15 October 2025

গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন জাকের পার্টির উদ্দ্যোগে জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রা জবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বিকেলে ৩ ঘটিকায় দেবগ্রাম ইউনিয়নের আতর চেয়ারম্যানের বাজার চত্বরে জাকের পার্টির আয়োজন জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। জনসভা শেষে র‍্যালি আতর চেয়ারম্যানের বাজার চত্ত্বর থেকে বের হয়ে সড়ক প্রদিক্ষন শেষে জনসভাস্থলে এসে শেষ হয়।

মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন বলেন, আগামী জাতীয় নির্বাচনে সবাই গোলাপ ফুল মার্কায় ভোট দিবেন। এ মার্কায় ভোট দিলে জাকের পার্টি নির্বাচিত হলে দেশে শান্তি ফিরে পাবে। গোলাপ ফুল শান্তির প্রতীক এবং ইসলামের প্রতীক।

দেবগ্রাম ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মো: আয়নাল মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জাকের পার্টি সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস (কাঞ্চন)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জাকের পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি মো. জহির উদ্দিন মৃধা, দপ্তর সম্পাদক মো. শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন সরদার, জেলা সেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি আব্দুল কুদ্দুস সরদার,ছাত্র ফ্রন্ট সভাপতি আশরাফুল ইসলাম আজাদ, যুবফ্রন্ট সভাপতি মো. মুক্তার হোসেন, শ্রমিক ফ্রন্ট সভাপতি মো. মজনু শেখ, এবং সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট সভাপতি মো. সোহরাফ মোল্লা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা জাকের পার্টির সভাপতি, মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন বলেন, আগামী জাতীয় নির্বাচনে সবাই গোলাপ ফুল মার্কায় ভোট দিবেন। এ মার্কায় ভোট দিলে জাকের পার্টি নির্বাচিত হলে দেশে শান্তি ফিরে পাবে। গোলাপ ফুল শান্তির প্রতীক এবং ইসলামের প্রতীক। বর্তমানে জাকের পার্টির জোয়ার এসেছে, যেখানেই মিছিল যেখানেই মিটিং, সেখানেই লোকে লোকান্তর হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে শান্তি ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের সুযোগ দিতে হবে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Check Also

শ্যামনগরে মুন্ডা সম্প্রদায়ের মধ্যে গাভী বিতরন

॥ নূরুনবী ইমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ ১ ৫ ই অক্টোবর ( বুধবার ) সকাল …