Tuesday , 15 April 2025

আজ থেকে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও শুরু হয়েছে পাবলিক এসএসসি পরীক্ষা ২০২৫

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥

জ ১০ এপ্রিল ২০২৫.সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। কয়েকটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল ৯. টার সময় সিরাজগঞ্জের প্রতিটি এস্,এস্ সি, পরীক্ষা কেন্দ্রের গেটে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রী এবং অভিভাবক বৃন্দদের পদচারণায় মুখরিত ছিল স্কুল ক্যাম্পাস।

 

কর্তব্যরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপরের নির্দেশ ক্রোমে ভিতরে প্রবেশ করতে দেয়নি। ফলে পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত প্রধানদের সাথে সাক্ষাৎকার ও পরীক্ষার প্রস্তুতি সম্পর্কিত তথ্য নেওয়া সম্ভব হয়নি।

উৎসব মুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথমে পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্তে ছাত্র-ছাত্রীদের মধ্যে, ভয় ভীতি কাজ করলেও, পরীক্ষা শুরু হওয়ার পরে সব ঠিক হয়ে যায়। সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ : ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, সবুজ কানন উচ্চ বিদ্যালয়, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়, এবং জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র ঘুরে তথ্য সংগ্রহ করার সময় ভিতরে ঢোকার অনুমতি চাইলে, কর্তব্যরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপরের নির্দেশ ক্রোমে ভিতরে প্রবেশ করতে দেয়নি। ফলে পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত প্রধানদের সাথে সাক্ষাৎকার ও পরীক্ষার প্রস্তুতি সম্পর্কিত তথ্য নেওয়া সম্ভব হয়নি।

পরীক্ষা শেষে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানান : এবারের পরীক্ষা খুবই ভালো হয়েছে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীবৃন্দ। যে সমস্ত প্রশ্ন কমন পড়েনি,, সেগুলো নিজের মতো করে বানিয়ে লিখেছেন এমন টাই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ছাত্র-ছাত্রীগণঃ সবারই প্রস্তুতি খুব ভালো ছিল।

আগামী সবগুলো পরীক্ষাও ভালো হবে ইনশাল্লাহ এমটা আশা ব্যক্ত করেছেন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অভিভাবকবৃন্দ।

Check Also

হাতিয়া বাংলাবাজার সংলগ্ন এলাকায় নদী ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন।।

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি  ॥ হা তিয়ার বাংলা বাজার সংলগ্ন এলাকায় নদী ভাঙ্গন …