Thursday , 4 December 2025
পাংশায় মঙ্গলবার বিকালে ‘স্মৃতির পাতায়’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়

পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান সহিদুর রহমান রচিত ‘স্মৃতির পাতায়’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা শহরস্থ এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে মঙ্গলবার (২ডিসেম্বর) বিকালে পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোঃ সহিদুর রহমান রচিত ‘স্মৃতির পাতায়’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোঃ সহিদুর রহমান রচিত ‘স্মৃতির পাতায়’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাহিত্য সম্পাদক, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মুহাম্মদ সবুর উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদার বক্তব্য রাখেন।

পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম মনোয়ারুল ইসলাম, পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাজারী আবুল হাসিম, পাংশা সরকারী কলেজের রসায়ন বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ, পাংশা আইডিয়াল গার্লস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, বরেণ্য কবি মোল্লা মাজেদ, কবি ও প্রাবন্ধিক রাতুল কৃষ্ণ হালদার, পাংশা সরকারী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান শামীমা আক্তার মিনু প্রমূখ বক্তব্য রাখেন।

ড. কাজী মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ তোফাজ্জেল হোসেন, পাংশা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাস, কবি আব্দুল মুন্নু (বাংলাভাষী), উত্তম মিত্র, ডাঃ ষড়জিৎ বিষ্ণু শ্যাম, ফিরোজ মাহমুদ মুক্তার, কবি ও নাট্য ব্যক্তিত্ব দেবাশীষ কুন্ডু, সাংবাদিক সেলিম মাহমুদ ও আনোয়ারুল ইসলাম আনোয়ার, আফরোজা সম্পা, সন্ধ্যা রানী কুন্ডু, কোরবান আলী বিশ্বাস, হিমাংশু কুন্ডু রকেট, মহিউদ্দিন সুমন, স্বপন ভট্টাচার্য, বিকর্ণ মন্ডল, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সদস্যবৃন্দ, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সদস্যবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Check Also

পাংশা উপজেলায় নবাগত ইউএনও রিফাতুল হকের দায়িত্ব গ্রহণ

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ রা জবাড়ী জেলার পাংশা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী …