Sunday , 16 March 2025

দেশে দুর্নীতি রোধে কোর-আনের আইন চালুর আহ্বান রফিকুল ইসলাম খানের

॥ আরিফুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, “দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলেও দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, চুরি, ডাকাতি, হত্যা ও ধর্ষণের মতো অপরাধ বন্ধ হয়নি। এসব অনৈতিক কার্যকলাপ রোধ করতে হলে কোরআনের আইন চালু করা প্রয়োজন।”

 

অতীতে জামায়াতের তত্ত্বাবধানে থাকা তিনটি মন্ত্রণালয়ে এক টাকারও দুর্নীতি পাওয়া যায়নি। জামায়াত কখনও চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা দখলদারিত্বে জড়িত ছিল না। দেশের মানুষ এখন জামায়াতকে বিশ্বাসের প্রতীক হিসেবে বিবেচনা করছে, এবং দিন দিন দলটির প্রতি জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে।”

রবিবার ১৬ মার্চ বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া কামিল মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লাপাড়া পৌরসভা ও সদর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় দুর্নীতিমুক্ত রাজনীতি করেছে। অতীতে জামায়াতের তত্ত্বাবধানে থাকা তিনটি মন্ত্রণালয়ে এক টাকারও দুর্নীতি পাওয়া যায়নি। জামায়াত কখনও চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা দখলদারিত্বে জড়িত ছিল না। দেশের মানুষ এখন জামায়াতকে বিশ্বাসের প্রতীক হিসেবে বিবেচনা করছে, এবং দিন দিন দলটির প্রতি জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে।”

তিনি মুসলিম উম্মাহকে রমজান মাসের পবিত্রতা ও তাকওয়া অর্জনের মাধ্যমে সমাজ পরিবর্তনের আহ্বান জানান এবং বলেন, “আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।”

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন: উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাবেক আমীর ড. নজরুল ইসলাম জামায়াত নেতা আব্দুস সামাদ মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল ইসলাম, অফিস সেক্রেটারি আবদুল বারী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া পৌরসভা জামায়াতের আমীর মো. আব্দুল করিম এবং সঞ্চালনায় ছিলেন সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রেজাউল করিম।

Check Also

গোয়ালন্দে যৌনপল্লীর আলোচিত নারী নেত্রী ঝুমুর স্বামীসহ গ্রেফতার

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লীর আলোচিত বাড়িয়ালী ও যৌনকর্মীদের …