Thursday , 22 January 2026

রায়গঞ্জে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চাঁদাবাজি ও মানহানির অভিযোগে মামলা

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের রায়গঞ্জে ব্যবসায়ী মোঃ হাফিজুর রহমান চাঁদাবাজি, মানহানি ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।

 

রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, মামলা তদন্ত করা হবে এবং চাঁদাবাজি, অপপ্রচার ও নাশকতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার পাঙ্গাসী বাজারে এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, একটি সংঘবদ্ধ কুচক্রী মহল সামাজিক ও অন্যান্য মিডিয়ায় তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। অভিযুক্তরা প্রায় ৫ লাখ টাকা চাঁদা আদায় এবং তার মুরগির খামারে বিষ প্রয়োগ করে প্রায় ৪ হাজার মুরগি মেরে ব্যবসায়িক ক্ষতি সাধনের চেষ্টা করেছে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মোঃ শাহীন মাহমুদ সরকার। উপস্থিত ছিলেন মোঃ কে.এম শাহজাহান সিরাজ, মোঃ আকতার হোসেন, মোঃ আলম শেখ, বকুল মাস্টার, ফরহাদ হোসেন, বাবু শেখ ও জিয়া উদ্দিন। হাফিজুর রহমান বলেন, “আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। আমি আইনি পথে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।”

রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, মামলা তদন্ত করা হবে এবং চাঁদাবাজি, অপপ্রচার ও নাশকতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

মোংলায় পশুর নদীর তীর থেকে লাশ উদ্ধার

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লা পশুর নদীর তীর থেকে অজ্ঞাত এক …