Sunday , 7 December 2025

রায়গঞ্জ থানার ওসির বিরুদ্ধে তেল আত্মসাতের অভিযোগ

॥  রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

চাঁ পাইনবাবগঞ্জের এক ব্যবসায়ীর ২৩ লাখ ২১ হাজার টাকা মূল্যের ১৩ হাজার ৯৫০ কেজি (৭৫ ড্রাম) পাম অয়েল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানার বিরুদ্ধে। চাঁপাইনবাবগঞ্জ চেম্বারে গতকাল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জেলার আদর্শ গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাদিকুল ইসলাম।

 

অবিলম্বে বিষয়টি তদন্তপূর্বক তেল ফেরতের দাবি জানান সাদিকুল। রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানা তেল আত্মসাতের বিষয়টি অস্বীকার করে বলেন, ট্রাকটি ছিনতাই হওয়ার পর উদ্ধার করা হয়েছে। তাতে কোনো তেল ছিল না।

তিনি জানান, গত ২১ নভেম্বর তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ৭৫ ড্রাম পাম ওয়েল অজ্ঞাত কারণে আটক করে রায়গঞ্জ থানা পুলিশ। বিষয়টি জানতে পেরে পরদিন তিনি রায়গঞ্জ থানায় গেলে তেলসহ ট্রাকটি সেখানে দেখতে পান।

ওসি মাসুদ রানার সঙ্গে যোগাযোগ করলে তিনি উপযুক্ত প্রমাণসাপেক্ষে তেলসহ ট্রাক ফেরত দেওয়া হবে জানান। কয়েকদিন পর ওসি মাসুদ রানা ও এসআই ফিরোজের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, ট্রাক ও তেল আদালতের মাধ্যমে জিম্মায় নিতে হবে। ২৫ নভেম্বর সিরাজগঞ্জ আদালতে গিয়ে তিনি জানতে পারেন শুধু ট্রাকটি জমা দেওয়া হয়েছে, কোনো তেল জব্দ দেখানো হয়নি। এ ঘটনার পর তিনি রায়গঞ্জ থানার ওসি ও এসআই ফিরোজের বিরুদ্ধে সিরাজগঞ্জ আদালতে মামলা করেন।

অবিলম্বে বিষয়টি তদন্তপূর্বক তেল ফেরতের দাবি জানান সাদিকুল। রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানা তেল আত্মসাতের বিষয়টি অস্বীকার করে বলেন, ট্রাকটি ছিনতাই হওয়ার পর উদ্ধার করা হয়েছে। তাতে কোনো তেল ছিল না।

Check Also

সিরাজগঞ্জ চেম্বার নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন ” হাজী আব্দুস সাত্তার

॥  শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ শ নিবার ৬ ডিসেম্বর ২০২৫ এক যুগ পর সিরাজগঞ্জ ব্যবসায়ীদের …