॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া প্রতিনিধি ॥
সি রাজগঞ্জের উল্লাপাড়ায় স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেলপথ অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে উল্লাপাড়া রেলস্টেশনের পাশে অবস্থান নিয়ে রেলপথ অবরোধ শুরু করেন তাঁরা। এর ফলে উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।
অবরোধের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস জামতৈল স্টেশনে এবং ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস মোহনপুর স্টেশনে আটকে আছে। এ রেলপথ দিয়ে প্রতিদিন ৩০টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে, এর মধ্যে ১০টির যাত্রাবিরতি রয়েছে উল্লাপাড়া স্টেশনে।’
শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এখনো নিজস্ব স্থায়ী ক্যাম্পাস হয়নি। ভাড়া করা ভবনে সামান্য পরিসরে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চললেও বিশ্ববিদ্যালয় হিসেবে প্রয়োজনীয় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। নেই আবাসিক হল, খেলার মাঠ কিংবা গবেষণাগার।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাষ্য, শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হলেও পরিকল্পনা কমিশনে এখনো ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদন দেওয়া হয়নি। এতে করে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কার্যক্রম দীর্ঘসূত্রতায় পড়ে গেছে। দ্রুত ডিপিপি অনুমোদন দিয়ে ক্যাম্পাস নির্মাণের কাজ শুরুর দাবি জানিয়েছেন তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
উল্লাপাড়া রেলস্টেশন মাস্টার মো. মাসুম আলী গ্লোবাল সংবাদ বলেন, ‘সকাল ৯টার দিকে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে করে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী এবং উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।’
তিনি আরও জানান, ‘অবরোধের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস জামতৈল স্টেশনে এবং ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস মোহনপুর স্টেশনে আটকে আছে। এ রেলপথ দিয়ে প্রতিদিন ৩০টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে, এর মধ্যে ১০টির যাত্রাবিরতি রয়েছে উল্লাপাড়া স্টেশনে।’