Tuesday , 1 July 2025
(পাংশায় শনিবার বর্ষাবরণ ও কবিতা উৎসবে কবি ও প্রাবন্ধিক রাতুল কৃষ্ণ হালদার বক্তব্য রাখেন)

পাংশায় মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে বর্ষাবরণ ও কবিতা উৎসব অনুষ্ঠিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশায় মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে শনিবার (২১ জুন) বিকালে এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে বর্ষাবরণ ও কবিতা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সাংবাদিক সেলিম মাহমুদ, সাংবাদিক এইচ.এম শামীম রহমান জন, মো. আনসার আলী ও সাইফুল ইসলামসহ মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে ফটোসেশন করেন।

মুুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি ও পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. সহিদুর রহমানের সভাপতিত্বে এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মুহাম্মদ সবুব উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে পাংশা সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাজারী আবুল হাশিম, হাবাসপুর ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার, বর্ষিয়ান কবি ও প্রাবন্ধিক, বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আসকার দানিয়েল সিপার ও পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ ফিরোজ হায়দার প্রমূখ বক্তব্য রাখেন।

স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি মো. এবাদত আলী সেখ, শেখ মুন্নু (বাংলাভাষী), ষড়জিৎ বিষ্ণু শ্যাম, কোরবান আলী বিশ্বাস, আল হাফিজ, সন্ধ্যা রানী কুন্ডু, আফরোজা সম্পা, মেশকাতুল আবরার, দেবাশীষ কুন্ডু, হিমাংশু কুন্ডু রকেট, ফিরোজ মাহমুদ মোক্তার, উত্তম মিত্র, বিকর্ণ মন্ডল ও স্বপন ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মোক্তার হোসেন।

অনুষ্ঠানে সাংবাদিক সেলিম মাহমুদ, সাংবাদিক এইচ.এম শামীম রহমান জন, মো. আনসার আলী ও সাইফুল ইসলামসহ মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে ফটোসেশন করেন।

Check Also

দীর্ঘদিনের দ্বন্দ্ব মীমাংসা করে দিলেন গ্রাম্য প্রধান এবং মানবাধিকার ফাউন্ডেশন:

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ বা দী/ বিবাদী পরস্পর নিজের মামা ভাগ্নে । বসত …