Thursday , 10 April 2025

রাজশাহী মহানগর যুব জোটের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত

॥ সুমন চৌধুরী, রাজশাহী প্রতিনিধি ॥

জাতীয় যুব জোট রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে আজ ১৪ এপ্রিল ২০২৩, শুক্রবার বিকাল ৫ টায়, সাহেববাজার চিলিস ফাস্ট ফুডে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর যুব জোটের সভাপতি শরিফুল ইসলাম সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন চোধুরীর সঞ্চালনায় এ আলোচনা সভায় অংশগ্রহণ করেন বীরমুক্তীযোদ্ধা মোহাম্মদ আলি, বীরমুক্তীযোদ্ধা মোতাহার হোসেন,

 

সভায় বক্তারা দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। নেতৃবৃন্দ দুর্নীতি ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একইসাথে বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানান।

 জাসদ জেলা কমিটির সহ-সভাপতি হায়দার,জাসদ জেলা কমিটির সহ সভাপত ফিরোজ খান, জাসদ জেলা কমিটির সহ সভাপতি শামসুজ্জামান শামসু, জাসদ জেলা কমিটির দফতর সম্পাদক আনোয়ার কবির ইকবাল, জাসদ মহানগর কমিটির সহ-সভাপতি শরিফুল, জাসদ মহানগর কমিটির সহ সভাপতি আশরাফুল অমর দুলাল, জাসদ জেলা কমিটির সহ সভাপতি প্রতুল কান্ত ভট্টাচার্য, বাংলাদেশ রেল শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ, জাসদ নেতা এড. হোসেন আলি পেয়ারা, শানোয়ার ইসলাম সানু আলি, মতি, উত্তম ভৌমিক, সেন্টু, সাবেক ছাত্রনেতা উত্তম,বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান টিটু, যুব জোটের মহানগর ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।

সভায় বক্তারা দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। নেতৃবৃন্দ দুর্নীতি ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একইসাথে বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানান।

Check Also

বৃক্ষরোপণে দ্বিতীয় বার জাতীয় পুরুষ্কার পাচ্ছেন সিরাজগঞ্জের মাহবুবুল ইসলাম পলাশ

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের কৃতিসন্তান মাহবুবুল  ইসলাম …