Friday , 24 October 2025

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

॥  সাতক্ষীরা প্রতিনিধি ॥

“মা নসম্মত হেলমেট ও নিরাপদ গতি,কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ট্রাফিক ইনচার্জ আজিজুর রহমান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সহ আরো অনেকে। সভা শেষে ১০ জনের মাঝে হেলমেট বিতরণ করা হয়।

বিআরটিএ সাতক্ষীরা সার্কেল এর আয়োজনে
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, সাতক্ষীরা মটরযান পরিদর্শক ওমর ফারুক, ট্রাফিক ইনচার্জ আজিজুর রহমান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সহ আরো অনেকে। সভা শেষে ১০ জনের মাঝে হেলমেট বিতরণ করা হয়।

Check Also

সাতক্ষীরার প্রাণসায়ের খাল রক্ষায় মানববন্ধন ও মুভমেন্ট

॥  ইব্রাহিম খলিল, সাতক্ষীরা প্রতিনিধি ॥ সা তক্ষীরার এক সময়ের প্রাণ, শহরের জীবন ও পরিবেশের …