Tuesday , 2 December 2025

রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

॥  এম আরিফুল ইসলাম, সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের সলংগা থানার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গতকাল ১লা ডিসেম্বর রোজ সোমবার বিকেলে সুতাহাটি বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি।

উক্ত দোয়া মাহফিলে রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা রনি’র সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি রানা সোহেল ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাইম হাসানের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের আহবায়ক হারুনর রশীদ হিরন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন

রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা খ ম তৌহিদুর রহমান, যুগ্ম আহবায়ক আঃ আলীম, সদস্য আফছার আলী, আঃ রহিম, সাবেক সভাপতি মতিয়ার রহমান সাবান, খ ম তামিনুর রহমান, সলংগা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম আরিফুল ইসলাম, রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহবায়ক সজিব, সদস্য সচিব আঃ রউফ, যুবনেতা আঃ মালেক, জাহিদুল ইসলাম, আশরাফুল, রবিউল, ছাত্রনেতা রোকন, নাজমুল, মোস্তফা সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

উপস্থিত আলোচকগণ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

পরিশেষে মহান রবের দরবারে সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থ্যতা কামনা করে মোনাজাত করা হয়েছে।

Check Also

মাওলানা রফিকুল ইসলাম খান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়ায় মাওলানা রফিকুল ইসলাম খান ফুটবল …