Tuesday , 14 October 2025

ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবি’র অধীনাস্থ এলাকায় রংপুর রিজিয়ন কমান্ডার এসজিপি’র পূজামণ্ডপ পরিদর্শন

॥  আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

দে শব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপসমূহে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

 

রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান(এসজিপি)বলেন শারদীয় দূর্গাপূজা আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের একটি বড় ধর্মীয় উৎসব এই উৎসবে সকল হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে যেনো পূজা উৎযাপন করতে পারে সেই লক্ষ্যে পূজা মণ্ডপগুলোতে আমরা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করেছি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে কঠোর নিরাপত্তার ভূমিকা রেখেছে দিনাজপুরের ফুলবাড়ী (২৯) ব্যাটালিয়ন বিজিবি। ব্যাটালিয়ন সদর থেকে ২ কিলোমিটারের মধ্যে ৪ টি এবং সীমান্ত থেকে ৮ কিলোমিটারের মধ্যে ৫০টি পূজা মণ্ডপসহ মোট ৫৪টি পূজা মণ্ডপের আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি রক্ষার্থে মোট ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

রবিবার ২৮ সেপ্টেম্বর সদর দপ্তর রংপুর এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান (এসজিপি) রিজিয়ন সদর দপ্তর রংপুর অত্র ব্যাটালিয়নের আওতাধীন দিনাজপুর সদর উপজেলার সংকরপুর ইউনিয়নের মাড়গ্রাম পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এসময় পূজা মণ্ডপের পুরোহিত সভাপতি সম্পাদক দর্শনার্থী এবং দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতির দিক নির্দেশনা প্রদান করেন।

সদর দপ্তর রংপুর এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান(এসজিপি)বলেন শারদীয় দূর্গাপূজা আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের একটি বড় ধর্মীয় উৎসব এই উৎসবে সকল হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে যেনো পূজা উৎযাপন করতে পারে সেই লক্ষ্যে পূজা মণ্ডপগুলোতে আমরা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করেছি এবং শারদীয় দুর্গাপূজা সুশৃঙ্খলভাবে যেনো উদযাপন করতে পারে এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এ সময় দিনাজপুর সেক্টর কমান্ডার ফুলবাড়ী২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার,রিজিয়ন সদর দপ্তর রংপুর এর পরিচালক (অপারেশন) ও পরিচালক (লজিস্টিক) উপস্থিত ছিলেন।

Check Also

দিনাজপুরে বিশ্ব মান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।

॥  আসাদুর রহমান হাবিব,  দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুর জেলা প্রশাসক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের …