Thursday , 16 October 2025

বেলকুচিতে বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও সনদ প্রদান

॥ আশিকুর রহমান, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

বৃ হস্পতিবার সকাল ১০ টায় বেলকুচি উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা ২০২৪-এ বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের অধীন ১৬ টি বিদ্যালয়কে মোট ২৯৪ জন বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়।এদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৩ জন,প্রথম গ্ৰেডে ৫৬ জন এবং সাধারণ গ্ৰেডে ২৩৫ জন।বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে ক্রেস্ট, সনদ এবং নগত অর্থ প্রদান করা হয়।

 

 তিনি বলেন তার লেখাপড়ার সময় ছাত্র জীবনে দারিদ্রতার মধ্যে দিয়ে কিভাবে কষ্ট করে লেখাপড়া করেছেন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন দারিদ্রতার কারনে যেন লেখাপড়া থেমে না যায়। সে ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়ার জন্য আহব্বান জানান।

সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার্টার্ড একাউন্টেন্ট মোঃ সেলিম রেজা লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া বাবু সরকার, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সোহাগপুর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মোঃ রাতুল ভূইয়া, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ ইস্কান্দার আলী হাওলাদার, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি শাখার সভাপতি মোঃ আবুল হোসেন ভূঁইয়া অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বেলকুচি শাখার সহ সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চার্টার্ড একাউন্টেন্ট মোঃ সেলিম রেজা ছাত্রছাত্রীদের পড়াশোনার মনোযোগী হওয়ার জন্য অনুপ্রেরনামূলক মূলক বক্তব্য দেন। তিনি বলেন তার লেখাপড়ার সময় ছাত্র জীবনে দারিদ্রতার মধ্যে দিয়ে কিভাবে কষ্ট করে লেখাপড়া করেছেন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন দারিদ্রতার কারনে যেন লেখাপড়া থেমে না যায়। সে ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়ার জন্য আহব্বান জানান।

Check Also

দিনাজপুরে বসতবাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে নিজ মামা কর্তৃক মিথ্যা মামলার হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন।

॥  আসাদুর রহমান হাবিব,  দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ২-নং আলাদীপুর ইউনিয়নের …