॥ পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥
রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ নিউরো ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের উদ্যোগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে নবনির্বাচিত পাংশা শিল্প ও বণিক সমিতির সংবর্ধনা অনুষ্ঠিত হয়।পাংশা শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্লিনিকসহ বাজারের সকল ব্যবসায়ীদের সমন্বয়ে আলোচনার মাধ্যমে ব্যবসায়ীদের সার্বিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নিউরো ক্লিনিকের পরিচালক মনজুর মোরশেদ খান, সহকারী পরিচালক বরুন বিশ্বাস, ম্যানেজার মাহমুদুর হাসান মিলন পাংশা শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি মো. বাহারাম হোসেন সরদার, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার সরদার, সহ-সভাপতি ইউসুফ আলী মন্ডল ও আব্দুল খালেক মিয়াসহ সমিতি বিভিন্ন পদের ১৫জনকে ফুলেল শুভেচ্ছাসহবরণ করেন।
পাংশা শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্লিনিকসহ বাজারের সকল ব্যবসায়ীদের সমন্বয়ে আলোচনার মাধ্যমে ব্যবসায়ীদের সার্বিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন নিউরো ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের অন্যতম স্বত্বাধিকারী জিল্লুর রহমান মিলন ও হাফিজুর রহমান।
অনুষ্ঠানে ব্যবসায়ী ও নিউরো ক্লিনিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।