Friday , 16 January 2026

“সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ”

॥ প্রেস বিজ্ঞপ্তি ॥

সা সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি সংগঠনের কার্যক্রম সাংগঠনিক শৃঙ্খলা অনুসারে না চলার অভিযোগ এনে পদত্যাগ করেছেন।

এই মুহূর্ত থেকে তিনি সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের কোনো কার্যক্রম, দায়িত্ব, দায়ভার বা সিদ্ধান্তের সঙ্গে সম্পৃক্ত নন। সংগঠনের ভবিষ্যৎ কর্মকাণ্ডেও তিনি কোনো প্রকার সংশ্লিষ্টতা বা দায়ভার গ্রহণ করবেন না।

শুক্রবার (১৬ মে) বেলা ১১টায় সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেনের কাছে তিনি লিখিত পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রম সঠিক ও গঠনতান্ত্রিক নিয়ম অনুসরণ না করায় তিনি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

তিনি পদত্যাগপত্রে আরও জানান, এই মুহূর্ত থেকে তিনি সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের কোনো কার্যক্রম, দায়িত্ব, দায়ভার বা সিদ্ধান্তের সঙ্গে সম্পৃক্ত নন। সংগঠনের ভবিষ্যৎ কর্মকাণ্ডেও তিনি কোনো প্রকার সংশ্লিষ্টতা বা দায়ভার গ্রহণ করবেন না।

উল্লেখ্য, সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাব জেলার একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সংগঠন। তবে সাম্প্রতিক সময়ে সংগঠনের কার্যক্রম নিয়ে সদস্যদের মধ্যে ভিন্নমত দেখা যায়।

পদত্যাগ প্রসঙ্গে জানতে চাইলে সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেন পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন ।

Check Also

সিরাজগঞ্জে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত প্রতিযোগিতা

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ শু ক্রবার ১৬ জানুয়ারী ২০২৬ উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ …