॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥
স্মৃ তির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের স্পন্দনে’ এই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীর চাটখিল সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী।
পুনর্মিলনী অনুষ্ঠানে ১৯৮৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্কুলটি থেকে এস.এস.সি পাশ করা শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
বুধবার (২ এপ্রিল) আয়োজক কমিটির আহবায়ক আবু হানিফ ও সদস্য সচিব মারুফ মোহাম্মদ জহিরুল ইসলামের তত্ত্বাবধানে এবারেই প্রথম এই আয়োজন করা হয়।
১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি থেকে এখন পর্যন্ত প্রায় ২২’শ শিক্ষার্থী বের হয়েছেন। যারা দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পুনর্মিলনী অনুষ্ঠানে ১৯৮৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্কুলটি থেকে এস.এস.সি পাশ করা শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্কুলটির প্রাজ্ঞণে আয়োজিত এই অনুষ্ঠানে নানা ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এসময় প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সাথে প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।