Thursday , 23 October 2025

ফুলবাড়ীতে ব্যাক্তিগত মালিকানাধীন সম্পত্তির উপর অনুমোদন ছাড়াই রাস্তা নির্মাণ।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাী (দিনাজপুর) প্রতিনিধি ॥

দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ২নং আলাদীপুর ইউনিয়নের রাঙামাটি গ্রামে ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তির উপর অনুমোদন ছাড়াই রাস্তা নির্মাণের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন ও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাস্তার কাজ বন্ধের দাবি ভুক্তভোগী পরিবারগণের।

 

সরকারি অনুমোদন ছাড়া কারও ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তির উপর এভাবে রাস্তা নির্মাণ বাংলাদেশের বিদ্যমান আইনবিরোধী যা (The Acquisition And Regulations Of Immovable property ordinance 1982আইন অনুযায়ী কিন্তু তা অমান্য করে অবৈধভাবে রাস্তাটির কাজ শুরু করা হয়েছে

সরজমিনে গিয়ে দেখা যায় রাস্তাটির কাজ চলমান রয়েছে এবং ভুক্তভোগী পরিবারগণ ব্যক্তিগত মালিকানাধীন জায়গা ছাড়া যদি সরকারি জায়গা থেকে থাকে সেদিক দিয়ে রাস্তা নির্মাণ করার কথা ও ব্যক্তিগত মালিকানাধীন জায়গা অধিগ্রহনে সরকারি অনুমোদনের নোটিশ ও ক্ষতিপূরণের দাবি জানান।

ভুক্তভোগী মোঃ রেজাওনুল হক সাগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদনে বলেন আমার মালিকানাধীন সম্পত্তি জমির পরিমাণ ৮ শতাংশ যাহার(খতিয়ান নং ৩৭৭ দাগ নং ২৫৬) সেই জমির পার্শ্বে পুকুর থাকায় উপর দিয়ে গ্রামের লোকজন চলাচল করতো সেই রাস্তাটিতে সরকারীভাবে পাকা রাস্তা করণের কাজ শুরু করা হয়েছে এবং যেদিক দিয়ে রাস্তার কাজ চলমান আছে তাঁর ভেতর আমার ও আরও ৪ টি পরিবারের ব্যাক্তিগত মালিকানাধীন সম্পত্তি রয়েছে যাদের জমির পরিমাণ ও খতিয়ান দাগ নং মোঃ আব্দুল মোতালেব পিতা এমদাদুল হক জমির পরিমাণ ০৫ শতাংশ (দাগ নং ২৫৬ খতিয়ান নং ২৫- ১১ ৪২) মোঃ হাফিজুল ইসলাম সোহাগ পিতা মৃত আবুল কালাম আজাদ জমির পরিমাণ ১৩ শতাংশ দাগ নং ২৫৬-২৫৭)নিরঞ্জন কুমার রায় পিতা স্বর্গীয় রনকান্ত রায় জমির পরিমাণ ৭ শতাংশ দাগ নং ২৫৭) আলহাজ্ব মোঃ নুর আলম মির্জা জমির পরিমাণ ১০ শতাংশ দাগ নং ২৫৬) সেই রাস্তাটিতে অবৈধভাবে কাজ শুরু করা হয়েছে সেই কাজে আমাদের কাউকে কোন নোটিশ ও ক্ষতিপূরণের প্রস্তাব বা সরকারি কোন অনুমোদনের কপি না দিয়ে সরকারি অনুমোদন ছাড়া কারও ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তির উপর এভাবে রাস্তা নির্মাণ বাংলাদেশের বিদ্যমান আইনবিরোধী যা (The Acquisition And Regulations Of Immovable property ordinance 1982আইন অনুযায়ী কিন্তু তা অমান্য করে অবৈধভাবে রাস্তাটির কাজ শুরু করা হয়েছে অনতিবিলম্বে রাস্তার কাজ স্থগিত করে যদি রাস্তার কাজ সরকারি অনুমোদিত হয়ে থাকে তবে সংশ্লিষ্ট অধিগ্রহণে নোটিশ ও ক্ষতিপূরণের বিস্তারিত তথ্য আমাদের অবগত করা হোক যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেয়া হোক প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আমরা আইনি পদক্ষেপ প্রয়োজন বোধ মনে করবো না যদি কোন ব্যাবস্থা গ্রহন না করা হয় তবে আমরা আইনি পদক্ষেপে যেতে বাধ্য হবো।

Check Also

রায়পুরায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১০’জনকে জরিমানা

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ ন রসিংদীর রায়পুরা পৌর এলাকার রেলগেইটে যানজট …