Sunday , 7 September 2025

সিরাজগঞ্জে ৪ দফার দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অবস্থান কর্মসূচি ঘোষণা

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

র্মকর্তা কর্মচারীদের বরখাস্ত আদেশ প্রত্যাহার এবং হয়রানি বন্ধসহ ৪ দফার দাবিতে রোববার থেকে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা।

 

এর মধ্যে গত ১৭, ২৭ ও ২৮ আগস্ট তারিখে ৩০ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে বরখাস্তসহ শাস্তিমূলক আদেশ করা হয়। যা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের বিক্ষুব্ধ করে তুলেছে।

রবিবার ৭ সেপ্টেম্বর ২০২৫.বিকেল ৪ টা থেকে তারা কর্ম বিরতীতে যাওয়ার দাবীতে তাদের স্বকর্মস্থল ত্যাগ করা সহ- -পল্লী বিদ্যুৎ সিস্টেমের সংস্কার এবং আর-ই-বি-র শোষণ,  নিপীড়ন এবং নিম্নমানের মালামাল থেকে মুক্তির লক্ষ্যে বিদ্যুৎ সেবা চালু রেখেই সারা দেশে সমিতিগুলোতে অনির্দিষ্টকালের জন্য এ অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।

সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ-২ সমিতি প্রাঙণে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরাদের আয়োজনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী লাইন টেকনিশিয়ান মোঃ জামিলুল ইসলাম, তিনি অভিযোগ করে বলেন, পল্লীবিদ্যুৎ সমিতির সংস্কার ও পেশাগত সমস্যার সমাধানের কোন প্রতিশ্রুতিই বাস্তবায়ন করেনি পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এমনকি কর্মকর্তাদের গ্রেফতার, চাকরি থেকে বরখাস্ত ও হয়রানিমূলক সংযুক্তি অব্যাহত রেখেছে নিয়ন্ত্রক সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

এর মধ্যে গত ১৭, ২৭ ও ২৮ আগস্ট তারিখে ৩০ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে বরখাস্তসহ শাস্তিমূলক আদেশ করা হয়। যা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের বিক্ষুব্ধ করে তুলেছে। উক্ত সময়ের মধ্যে এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ না করায় ৭ সেপ্টেম্বরে ২০২৫ অর্থাৎ রোববার থেকে নিম্নোক্ত চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবে সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী।

তাদের ঘোষিত চার দফা দাবি হলো: ১। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিদ্যুৎ বিভাগের গঠিত দুইটি কমিটির চূড়ান্ত প্রতিবেদন (আর-ই-বি-পি-বিএস. একীভূতকরণ অথবা অন্যান্য বিতরণ সংস্থার ন্যায় কোম্পানি গঠনের সুপারিশ প্রণয়ন এবং সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত (মিটার রিডার কাম ম্যাসেঞ্জার, লাইন শ্রমিক ও পৌষ্য বিলিং সহকারী) কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, সকল সংযুক্ত ও সাময়িক বরখাস্তকৃত এবং অন্যায়ভাবে বদলিকৃতদের পদায়ন) দাখিল এবং বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করতে হবে।

২। ১৭ আগস্ট, ২০২৫ খ্রি. অদ্যাবধি হয়রানীমূলকভাবে বরখাস্তকৃত ও সংযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত আদেশ বাতিলপূর্বক পূর্বের কর্মস্থলে পদায়ন করতে হবে।
৩। জরুরি সেবায় নিয়োজিত লাইনক্রুদের কর্মঘন্টা নির্ধারণ এবং শহীদ মিনারে অবস্থান কর্মসূচিকালীন যোগদান করতে না পারা পাঁচ জন লাইনক্রুকে পূর্বের কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করতে হবে।
৪। বি আরবি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কর্মসূচি চলাকালীন সময়ে কর্মীদের কিছু নির্দেশনা দিয়েছেন আন্দোলনকারীরা। ১.বিদ্যুৎ সেবা যথাযথভাবে সচল রাখা। ২. সদর দপ্তরে যথাযথ গ্রাহক সেবা নিশ্চিতে ওয়ান পয়েন্ট বুথ চালু করা। ৩. পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাথে সকল ধরনের যোগাযোগ ও যেকোন ধরনের নির্দেশনা পালন থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছেন আন্দোলনকারীরা।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী ডিজিএম মাহফুজুর রহমান বলেন, গত ০৫ জুন সরকারের লিখিত আশ্বাসে সারাদেশের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের টানা ১৬ দিনের অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়।

তৎপ্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে আর,ই,বি-পি,বি,এস. একীভূতকরণ অথবা অন্যান্য বিতরণ সংস্থার ন্যায় কোম্পানি গঠনের সুপারিশ প্রণয়ন এবং সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত (মিটার রিডার কাম ম্যাসেঞ্জার, লাইন শ্রমিক ও পৌষ্য বিলিং সহকারী) কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, সকল সংযুক্ত ও সাময়িক বরখাস্তকৃত এবং অন্যায়ভাবে বদলিকৃতদের পদায়নের লক্ষ্যে পৃথক দুটি কমিটিও গঠন করা হয়। কিন্তু সময় অতিবাহিত হলেও সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নের কোন লক্ষণ দেখা যাচ্ছে না। উপরন্তু একের পর এক বৈরী আচরণ তথা নিপীড়ন মূলক তৎপরতা অব্যাহত রেখেছে।

এ,সময়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন মিটার রিডারম্যান কাম ম্যাসেন্জার মোঃ শফিকুল ইসলাম, জুনিয়ার ইন্জিনিয়ার মোঃ রেজাউল করিম মন্ডল, এল, এম -১ মাইদুল ইসলাম, লাইন প্রমিক মাজহারুল ইসলাম, বিলিং সুপারভাইচার শাহিদা খাতুন, এল,এম-১ মোহাম্মদ আলী, লাইন টেকনিশিয়ান মোঃ ফারুক হোসেন, এলএম – সাহাবী হাসান, নাছির আহমেদ, লাইন টেকনিশিয়ান সুজানুর রহমান, মোঃ এরশাদ আলী, প্রমুখ।

Check Also

মোংলায় সকাল সন্ধ্যা হরতাল

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ বা গেরহাটের সংসদীয় আসন বিলুপ্তির প্রতিবাদে মোংলায় বিক্ষোভ …