Monday , 19 January 2026

সিরাজগঞ্জে ধর্মীয় ও আধুনিক শিক্ষার প্রসারে অবদান রাখছে ছবের-আমিনা নূরানী মাদরাসা

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

ধুনিক ও ধর্মীয় শিক্ষার ব্রত নিয়ে সিরাজগঞ্জের শিলন্দায় প্রতিষ্ঠিত ছবের-আমিনা নূরানী মাদরাসা পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান।

 

আদর্শ মানুষ গড়ে তোলার ক্ষেত্রে বিরল অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন। বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ধর্মীয় শিক্ষার প্রসারে ও মাদরাসার উন্নয়নে সহযোগিতার হাত প্রসারিত করবে বলে তিনি আশ্বাস দেন।

সোমবার (১৯ জানুয়ারী ২০২৬) সকাল ১১টায় তিনি মাদরাসাটি পরিদর্শন করেন। এসময় সু-সজ্জিত ভাবে গড়ে ওঠা মাদরাসাটির দৃষ্টি নন্দন সুন্দর ও মনোরম পরিবেশসহ পাঠদান পদ্ধতি দেখে তিনি অভিভূত হন এবং প্রতিতিষ্ঠাতা আমির হোসেনের এই মহতি উদ্যোগের ভুয়োসী প্রশংসা করেন। একই সাথে তিনি মাদ্রাসাটি, এলাকায় অন্ধকার সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করার মাধ্যমে ধর্মীয় ও আধুনিক শিক্ষার প্রসারে অবদান রাখার পাশাপাশি

আদর্শ মানুষ গড়ে তোলার ক্ষেত্রে বিরল অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন। বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ধর্মীয় শিক্ষার প্রসারে ও মাদরাসার উন্নয়নে সহযোগিতার হাত প্রসারিত করবে বলে তিনি আশ্বাস দেন। এ সময় জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ ও মাদরাসার প্রতিষ্ঠাতা আমির হোসেন সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

পাংশা সরকারী কলেজ যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ রা জবাড়ী জেলার পাংশা সরকারী কলেজ যুব রেড …