Saturday , 6 September 2025
পাংশা মডেল থানার পুলিশ গত রবিবার দিবাগত রাতে উপজেলার বাঘারচর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র আইনের মামলাসহ বিভিন্ন ধারার পৃথক ৪টি মামলার আসামী সাইদুল শেখকে গ্রেফতার করে

পাংশায় পুলিশের অভিযানে ৪ মামলার আসামী সাইদুল অস্ত্র-গুলিসহ গ্রেফতার

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা মডেল থানার পুলিশ গত রবিবার (২০ জুলাই) দিবাগত রাতে উপজেলার সরিষা ইউপির বাঘারচর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র আইনের মামলাসহ বিভিন্ন ধারার পৃথক ৪টি মামলার আসামী সাইদুল শেখ (৩৯) কে গ্রেফতার করেছে। ধৃত সাইদুল শেখ সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

ধৃত সাইদুল ইসলামও দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে সে পুলিশের জালে ধরা পড়ে। কোন অপরাধ কর্যক্রমের জন্য দুর্বৃত্তরা সেখানে একত্রিত হয়। এ ঘটনায় পাংশা মডেল থানায় সাইদুল শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে এসআই মো. ওবায়দুর রহমানসহ সঙ্গীয় পুলিশ গত রবিবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে বাঘারচর গ্রামের নুর আলী শেখের বসত বাড়ীর উত্তর পাশে কাঁচা রাস্তার উপর থেকে ১টি ওয়ার শুটার গান ও ১ রাউন্ড কার্তুজসহ তাকে গ্রেফতার করে।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৩/৪ জন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। ধৃত সাইদুল ইসলামও দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে সে পুলিশের জালে ধরা পড়ে। কোন অপরাধ কর্যক্রমের জন্য দুর্বৃত্তরা সেখানে একত্রিত হয়। এ ঘটনায় পাংশা মডেল থানায় সাইদুল শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাংশা থানার ওসি সোহাম্মদ সালাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সাইদুল শেখের বিরুদ্ধে পাংশা মডেল থানায় ১টি অস্ত্র আইনে মামলা, ২টি ডাকাতির প্রস্তুতির মামলা ও ১টি মারামারী ঘটনার মামলা রয়েছে।

Check Also

সিরাজগঞ্জে চৌহালী উপজেলা কে ৫-০ গোলে হারিয়ে তাড়াশ উপজেলা চ্যাম্পিয়ন

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ শু ক্রবার ০৫ সেপ্টেম্বর ২০২৫, বিকেলে সিরাজগঞ্জ শহীদ এ, …