Saturday , 22 February 2025
পাংশা আদি মহাশ্মশানে মাঘী পূর্ণিমা উৎসবে শুক্রবার রাতে পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী দেলোয়ার সরদার বক্তব্য রাখেন

পাংশা আদি মহাশ্মশানে মাঘী পূর্ণিমা উৎসব পরিদর্শনে দেলোয়ার সরদার

॥  পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

রাজবাড়ী জেলার পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী, তরুণ নেতৃত্ব দেলোয়ার সরদার শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) রাত ৮টায় পাংশা আদি মহাশ্মশানে মাঘী পূর্ণিমা উৎসব উপলক্ষে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন।

একই সাথে তিনি আসন্ন পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনে তার গরুর গাড়ী প্রতীক জয়যুক্ত করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

১৯৮৬ সালে ডিডিসি পরিদর্শনকালে তিনি উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মাঘী পূণিমা উৎসব পালনে সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। একই সাথে তিনি আসন্ন পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনে তার গরুর গাড়ী প্রতীক জয়যুক্ত করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি সুব্রত কুমার দাস সাগরের সভাপতিত্বে এবং পাংশা আদি মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক তপন রায়ের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে পাংশা আদি মহাশ্মশান কমিটির সহ-সভাপতি প্রান্তোষ কুন্ডু ও পাংশা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাস বক্তব্য রাখেন। বক্তারা পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দেলোয়ার সরদারের সফলতা কামনা করেন।

পাংশা সরকারী কলেজের সাবেক প্রভাষক বিমল কুমার কর্মকার, অধ্যাপক মোঃ নজরুল ইসলাম খান, উত্তম কুমার সাহা (কার্তিক সাহা), নির্মল কুমার কুন্ডু, চন্ডীচরণ ঘোষসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Check Also

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

॥ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহিদ …