Tuesday , 20 May 2025
(পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মঙ্গলবার মা ও শিশু সহায়তা কর্মসূচির ভাতাভোগীদের এসবিসিসি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়)

পাংশায় মা ও শিশু সহায়তা কর্মসূচির ভাতাভোগীদের এসবিসিসি প্রশিক্ষণ শুরু

॥  মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে ভাতাভোগীদের এসবিসিসি প্রশিক্ষণ শুরু হয়েছে।

পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ব্যানারে ভাতাভোগীদের এসবিসিসি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাবুপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ মে) বাবুপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পর্যায়ে ভাতাভোগীদের এসবিসিসি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম।

বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মো. ইমান আলী সরদার, পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন, বাবুপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ সহকারী (এফডাব্লিউভি) রোকেয়া বেগম ও স্বাস্থ্য সহকারী বিপুল কুমার প্রমূখ বক্তব্য রাখেন।

পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম বলেন, মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে ভাতাভোগীদের এসবিসিসি প্রশিক্ষণে মা ও শিশুর পুষ্টি, স্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। মঙ্গলবার কর্মসূচির উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা।

পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে ভাতাভোগীদের এসবিসিসি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংশ্লিষ্টরা ভাতাভোগীদের সুনির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ব্যানারে ভাতাভোগীদের এসবিসিসি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাবুপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাবুপাড়া ইউপির মেম্বারগণ এবং ভাতাভোগী ১৬০/১৬৫ জন নারী প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Check Also

সাতক্ষীরায় বিএনপির সার্চ কমিটিতে পদত্যাগকারী নেতা অন্তর্ভুক্তি, ক্ষুব্ধ স্থানীয় নেতাকর্মীরা

॥  মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥ সা তক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে পদত্যাগ করা …