Wednesday , 13 August 2025

সোনতলা করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুল-ছাত্র

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামে সোনতলা করতোয়া নদীতে গোসল করতে নেমে রাকিব (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। রবিবার (১০ আগস্ট) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

 

রাকিব তার চার বন্ধুকে নিয়ে নদীতে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। বন্ধুরা ও আশপাশের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

রাকিব পাইকপাড়া গ্রামের আব্দুল আউয়াল হোসেনের ছেলে। সে বালসাবাড়ী হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব রবিবার সকালে তার চার বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে রাকিব নদীর গভীরে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।


এদিকে ছেলের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাকিব তার চার বন্ধুকে নিয়ে নদীতে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। বন্ধুরা ও আশপাশের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালালেও রাকিবের সন্ধান পাননি। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ডাকা হয়।

রাকিবের বাবা আব্দুল আওয়াল জানান, তার ছেলে হঠাৎ পানিতে তলিয়ে যায় এবং বন্ধুরা নাম-পরিচয় জানানোর আগেই ঘটনাস্থল ছেড়ে যায়।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আসাদুজ্জামান বলেন, রাজশাহী থেকে ডুবুরি দল পৌঁছালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে।

Check Also

দিনাজপুরে জুন ২০২৫ ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুর জেলায় জুন ২০২৫ ট্রেইনি রিক্রুট …