Tuesday , 27 January 2026

অতিরিক্ত দামে ওষুধ বিক্রি: মাইজদী লার্জ ফার্মাকে ২০ হাজার টাকা জরিমানা

॥  এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

নি র্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ঔষধ বিক্রি করায় নোয়াখালী জেলা শহর মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামের পশ্চিম পাশে জাফর প্লাজায় অবস্থিত লাজফার্মা লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ‎মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী শাখার সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আছাদুল ইসলাম এ জরিমানা আদায় করে।

 

অবস্থিত লাজফার্মা লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ‎মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী শাখার সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আছাদুল ইসলাম এ জরিমানা আদায় করে।

‎প্রতিষ্ঠানটি একজন ক্রেতার কাছে ১৮ টাকা মূল্যের “ক্যানোলা” ৪০ টাকায় এবং ২২ টাকা মূল্যের আরেকটি “ক্যানোলা” ৬০ টাকায় বিক্রি করে। এ বিষয়ে হারুন অর রশিদের লিখিত এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পান ভোক্তা অধিকার। এছাড়া প্রতিষ্ঠানটি কোম্পানির নির্ধারিত দামের ওপর অতিরিক্ত মূল্য বসিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করা হচ্ছিল বলে অভিযোগে উঠে।

সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আছাদুল ইসলাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (ক) ৪০ ধারা মোতাবেক বিভিন্ন অনিয়মের জন্য লাজফার্মাকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রমাণিত হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

চৌহালীর সদিয়া চাঁদপুরে দাঁড়িপাল্ল’র নির্বাচনী জনসভা

॥ সোহেল রানা, চৌহালি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের চৌহালীতে সদিয়া চাঁদপুর ইউনিয়নে ১১দলীয় জোট সমর্থিত …