Wednesday , 17 September 2025
(পাংশার কাজী আব্দুল মাজেদ একাডেমী মিলনায়তনে মঙ্গলবার অনুষ্ঠিত সম্মেলনে অতিথিবৃন্দের সাথে পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষক সমিতির নবনির্বাচিত শিক্ষক নেতৃবৃন্দ)

পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষক সমিতির পৃথক ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

বাং লাদেশ শিক্ষক সমিতির (বাশিস) পাংশা ও কালুখালী উপজেলা শাখার পৃথক ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পাংশার কাজী আব্দুল মাজেদ একাডেমী মিলনায়তনে একই মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ সম্পাদক পদে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পদে মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক বুলবুল আহম্মেদ নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে পাংশা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি পদে উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম (সোহরাব), সাধারণ সম্পাদক পদে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পদে মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক বুলবুল আহম্মেদ নির্বাচিত হয়েছেন।

এছাড়া কালুখালী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি পদে এজেডএম ছাকেন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী শেখ, সাধারণ সম্পাদক পদে ডিবিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে খাগজানা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ মোখলেছুর রহমান নির্বাচিত হয়েছেন।

কমিটি গঠনের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা শিক্ষক সমিতির আহবায়ক গাজী আহসান হাবিব বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম আহবায়ক এ. মজিদ বিশ্বাস, রাজবাড়ী জেলা শিক্ষক সমিতির সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম শেখ, রাজবাড়ী জেলা শিক্ষক সমিতির যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল আলম চৌধুরী, মোঃ আব্দুস সালাম, এস.কে হিটু আব্দুর রউফ, কোরবান আলী শেখ ও মোঃ আব্দুল হাকিম মোল্লা, রাজবাড়ী জেলা শিক্ষক সমিতির সদস্য মোঃ আব্দুল হালিম ও মোঃ আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।

বক্তারা মাধ্যমিক বিদ্যালয় সরকারীকরণে আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে যোগদানসহ সমিতির কার্যক্রম জোরদারকরণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যান্যের মধ্যে পাটবাড়ীয়া আমেনা খাতুন বিদ্যাপীটের প্রধান শিক্ষক শাহজাহান আলী ও লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামির হোসেনসহ পাংশা ও কালুখালী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলন অনুষ্ঠানে পাংশা ও কালুখালী উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একাধিক সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Check Also

ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার ফুলবাড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা …