Monday , 29 December 2025

শহীদ মডেল স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং এসএমএস ফাউন্ডেশনের বৃত্তি, সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

সি রাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ “শহীদ মডেল স্কুলে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও এসএমস ফাউন্ডেশন এর অনুষ্ঠানে আলোচনা সভা, বৃত্তি, সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাদু পরিবেশন করা হয়।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিনিয়র শিক্ষক মো. আশিক -এ-রাব্বী। উক্ত অনুষ্ঠানে, দলীয় সংগীত, এককগান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। অত্র স্কুলের প্লে হতে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়

শহীদ মডেল স্কুল, সিরাজগঞ্জের আয়োজনে- সোমবার ( ২৯ ডিসেম্বর ২০২৫) দুপুর হতে সন্ধ্যা রাত পর্যন্ত সিরাজগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে, উক্ত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, শহীদ মডেল স্কুলের পরিচালক মোঃ হাসানুজ্জামান রনজু, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শহীদ শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল আলম শহীদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক পরীক্ষার ফলাফল ও এসএমএস ফাউন্ডেশনের বৃত্তি ছাত্র- ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অরুন কুমার দেবনাথ, জেলা শিক্ষা অফিস সিরাজগঞ্জের ( মাধ্যমিক শাখা)  বিদ্যালয় পরিদর্শক মোঃ রবিউল হাসান মন্ডল, শহীদ মডেল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক তারিক সাদী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিনিয়র শিক্ষক মো. আশিক -এ-রাব্বী। উক্ত অনুষ্ঠানে, দলীয় সংগীত, এককগান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। অত্র স্কুলের প্লে হতে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, স্কুলের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, আমিনুল ইসলাম সহ সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Check Also

সবুজ কানন স্কুল কর্তৃক নবনির্বাচিত প্রেসিডেন্ট/ভাইস প্রেসিডেন্ট ও পরিচালকদেরকে সংবর্ধনা প্রদান

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ উ ত্তরবঙ্গের প্রবেশদ্বার ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের ব্যবসায়ীদের শীর্ষ ও বাণিজ্য …